যিকরুল্লাহ pdf বই ডাউনলোড। দাবি করা হয় যে, ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে ভয়ানক অসুখ হবে হতাশা হতাশার মূল কারণ আল্লাহর অবাধ্যতা। যিকরুল্লাহ থেকে মানুষ যত দূরে চলে যায়, হতাশা তাকে তত বেশি ঘিরে ধরে। আর হতাশার হুতশনে তেল ঢালার জন্য শয়তান তো সদা প্রস্তুত আছেই। শয়তান হতাশাগ্রস্থ অন্তরে ওয়াসওয়াসা দিয়ে বান্দাকে বিভ্রান্ত এবং আল্লাহর ব্যাপারে কুধারণার পথে হাঁকিয়ে নিয়ে যায়।
এ কথা স্বয়ং আল্লাহ তাআলা কুরআনুল মাজীদে ইরশাদ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি রহমানের যিকির থেকে উদাসীন থাকে আমি তারঁ জন্য শয়তানকে নিয়োজিত করি। ফলে সে হয়ে যায় তার একান্ত সহচর। শয়তান মানুষকে সৎপথ থেকে বিরত রাখে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলামের দৃষ্টিতে হতাশা প্রতিকারের উপায় pdf বই ডাউনলোড
- প্রচলিত জাল হাদীস pdf বই ডাউনলোড
- ইরাদা ও মহব্বত pdf বই ডাউনলোড
- শয়তানের বিরুদ্ধে লড়াই pdf বই ডাউনলোড
- আহকামে কুরবানী pdf বই ডাউনলোড
অথচ মানুষ মনে করে তারা সঠিক পথে আছে। শয়তান যিকিরবিমুখ বান্দাকে গুনাহের দিকে আহবান করে। অবাধ্য অন্তরে সে নিরবিচ্ছিন্ন ওয়াসওয়াসা দিতে থাকে। অবহেলায় পড়ে থাকা কাঠের গায়ে ঘুনপোকা ধরার মতো বান্দার অন্তরে সে জায়গা করে নেয়।
এভাবে একপর্যায়ে সে বান্দাকে পুরোপুরি নিজের কবজায় নিয়ে নেয়। ফলে বান্দা হিতাহিতজ্ঞান হারিয়ে শয়তান তাবেদারি করতে শুরু করে। জীবন হয়ে উঠে অবসাদময়। অবসাদে ঘেরা জীবনে তখন আর কোনো আশা-ভরসা থাকে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে হতাশার মতো মানসিক অস্থিরতা তাকে বিচলিত করে রাখে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে হতাশাগ্রস্থ রোগীর সংখ্যা প্রায় সাড়ে ২৭ কোটি। তবে বাস্তবিকপক্ষে এর সংখ্যা আরো অনেক বেশী। WHO এর পরিসংখ্যান অনুযায়ী আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে। যেমন -১ বৈশ্বিক অসুস্থতার কাতারে প্রথমেই রয়েছে হতাশা। ২. হতাশায় নিমজ্জিত মানুষের মধ্যে নারীদের সংখ্যা সবচেয়ে বেশি।
৩. যাবতীয় ক্ষেত্রে অক্ষমতা মূলত হতাশা থেকে সৃষ্ট। ৩. যাবতীয় ক্ষেত্রে অক্ষমতা মূলত হতাশা থেকে সৃষ্ট। ৪. যে জিনিস আত্মহত্যার দিকে সবচেয়ে বেশি প্ররোচিত করে, তা হলো হতাশা, ৫. হতাশাগ্রস্থ রোগীদের সিংহভাগের বয়স ২০-২৯ বছরের মধ্যে। এই ভয়ানক ব্যাধির সমাধান একটাই। আর তা হলো আল্লাহর যিকির আর ইবাদত করা। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে যিকরুল্লাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আজান প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 27.7 MB |
প্রকাশ সালঃ | ২০২১ সাল |
বইয়ের লেখকঃ | ইমাম ইবনু কাইয়্যিম আল-জাওযিয়্যাহ |
অনুবাদকঃ |