যে আফসোস রয়েই যাবে pdf বই ডাউনলোড। বই পড়তে হয় চোখ খুলে। অথচ আমি প্রথমেই আপনাকে বলছি, একবার চোখ বন্ধ করুন! চোখ বন্ধ করে ভাবুন—আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস কোনটি?
আপনি বলতে পারেন, এটা তো আপেক্ষিক! যেমন, আফসোসের বিষয়টি নির্ভর করে আমাদের বয়সের ওপর। একজন শিশুর আফসোস আর একজন কিশোরের আফসোস এক নয়। আবার একজন যুবকের আফসোস আর বৃদ্ধের আফসোস এক নয়। তেমনিভাবে নারী-পুরুষের আফসোসেও রয়েছে বিরাট পার্থক্য।
তবে একটি জায়গায় সব মানুষের মধ্যেই কম-বেশি মিল দেখা যায়। সেটা হলো সময়ের সাথে সাথে আমাদের আফসোসের বিষয়গুলো বদলে যায়! আজকে আমি যে বিষয়ের জন্য খুব আফসোস করছি, কয়েকদিন পর সেটার জন্য আফসোস নাও করতে পারি! কয়েক মাস পর কিংবা কয়েকবছর পর হয়তো সেটা মানেই থাকবে না!।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
তাহলে আজকের ছোটখাটো আফসোসগুলো আমার কাছে এত বড় মনে হচ্ছে কেন? এর কারণ আমরা খুব সীমিত দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে পছন্দ করি। আমার চোখে কেবল আজকের দিনটাই ভাসছে। কিংবা গতকাল অথবা সামনের কয়েকটি দিন। আমরা কেবল সেটাই ভাবতে পছন্দ করি, যা আমাদের চোখের সামনে থাকে । এজন্যই তো একটু আগে আপনাকে বলেছিলাম, ভাবুন! তবে চোখ খুলে নয়, চোখ বন্ধ করে!
আরও ভালো হয় যদি আপনি আমার সাথে একটি ‘থট এক্সপেরিমেন্টে’ অংশ নেন! এজন্য আপনাকে যা করতে হবে সেটা হলো কিছুই না করা! হ্যাঁ, এটা খুবই সহজ একটি পরীক্ষা। আপনি কিছুই না করে চুপচাপ একটি ঘরে বসে থাকবেন! চাইলে ঘরের দরজা লাগিয়েও দিতে পারেন। যেন এই এক্সপেরিমেন্ট চলাকালীন সময়ে আপনাকে কেউ বিরক্ত না করে। এ সময়টুকু শুধু আপনার চিন্তার ওপর পূর্ণ মনোযোগ রাখুন! অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না।
কোনও বই, মোবাইল, ট্যাবলয়েট, ল্যাপটপ, পিসি, টিভি, পত্রিকা—কোনোকিছুই যেন আপনার মনোযোগ বিঘ্নিত না করে। নিজেকে নিয়ে একটু ভাবুন, অন্তত অল্প কিছু সময়ের জন্য হলেও! যদি ঠিকঠাক করতে পারেন, তাহলে দেখবেন, কিছুটা সময় পার হলে একের-পর- এক চিন্তা এসে আপনাকে ঘিরে ধরছে! ঘিরে ধরছে চারদিক থেকে! এ বিষয়টা অনেকটা কচুরিপানা-ভর্তি পুকুরে ঢিল ছোড়ার মতো। যদি পানিতে বড় আকারের ঢিল ছুড়েন, তাহলে বড় ঢেউ পাবেন। দেখবেন ঢেউয়ের ধাক্কায় পুকুরে একটি শূন্যস্থান সৃষ্টি হবে।
কচুরিপানাগুলো চারদিকে ছড়িয়ে যাবে। মাঝখানে একটি খালি জায়গা তৈরি হবে। কিন্তু এটা শুধু অল্প সময়ের জন্য। পানির আন্দোলন থেমে যাওয়ার সাথে সাথে আবার চারদিক থেকে কচুরিপানা এসে সেই জায়গাটি মিলিয়ে দিবে। ঠিক একইভাবে, আপনি যতই একা থাকুন, চিন্তাগুলো আপনাকে একা থাকতে দিবে না। বরং একাকিত্বের সময় আরও কঠিনভাবে ঘিরে ধরবে আপনাকে।
নিচে যে আফসোস রয়েই যাবে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সমর্পন প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 21.12 MB |
প্রকাশ সাল | ২০২১ সাল |
বইয়ের লেখকঃ | আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ |
বইয়ের অনুবাদকঃ |