যে গল্প ঈমান জাগায় pdf বই ডাউনলোড। ইচ্ছা শক্তির উপর খোদায়ি সাহায্য বাইবেলে একটি ঘটনা বর্ণিত আছে। পবিত্র কুরআন শরিফেও এর সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। হযরত দাউদ ও তালুত আলাইহিস সালাম তৎকালীন বাদখশাহ জালুতের বিরুদ্ধে যুদ্ধ করেন।
জালুত ছিলো বিশাল দেহ ও শক্তির অধিকারী। সে এমন আকার-আকৃতির ছিলো যে, তাকে দেখলেই আতঙ্ক সৃষ্টি হতো। দাউদ ও তালুত আলাইহিস সালাম উভয়ে জালুতকে দেখলেন। তালুত আলাইহিস সালাম বললেন-= “It is very dificult to kill him becouse he is very big” তাকে হত্যা করা খুবই কঠিন। কারণ, সে বিশাল দেহের অধিকারী।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জাহান্নামের বর্ণনা pdf বই ডাউনলোড
- তুমি সেই রাণী ও রাজা pdf বই ডাউনলোড
- জীবন যেখানে যেমন pdf বই ডাউনলোড
- এসো তাকওয়া অর্জন করি ২য় খন্ড pdf বই ডাউনলোড
- ওয়াদা পূর্ণ করা pdf বই ডাউনলোড
কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাম বললেন- It is very easy to kill him becouse he is very big, I never miss him” তাকে হত্যা করা খুবই সহজ। কারণ, সে বিশাল দেহের অধিকারী। আমার লক্ষ্য ভুল হয় না। তিনি জালুত-এর কপাল লক্ষ্য করে পাথর ছুড়ে মারলেন। ফলে সে মারা গেলো। মানুষ যখন দৃঢ়তা ও অবিচলতার সাথে কোনো কাজ করে তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন।
গরম তেলে গদ্ধ হয়ে কাবাব হতেও প্রস্তুত ঃ হযরত উমর ফারুক রাদি,-এর খিলাফতকারে দুজন মুসলমান কাফেরদের হাতে বন্দী হন। । কাফেররা তাদের বাদশাহকে পরামর্শ দেয় যে, আমরা তাদের চেহারায় যে সাহস ও নির্ভীকতা দেখেছি, তাতে মনে হয় তাদেরকে যদি হত্যা না করে কোনোভাবে আমাদের ধর্মে আনা যায় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে।
তাদের পরামর্শে বাদশাহ বন্দী দুজনকে বললো তোমরা যদি আমাদের ধর্ম গ্রহণ না করো, তাহলে আমি তোমাদেরকে হত্যা করবো। কিন্তু তারা জবাব দিলো- তুমি যা কিছু করতে চাও করো, তুমি তো কেবল এ পার্থিব জীবনের উপরই কর্তৃত্ব করতে পারবে । বাদশাহ তাদের এ জবাব শুনে বিচলিত হয়ে পড়লো। চিন্তা করতে লাগলো, তাহলে এদেরকে কীভাবে ভয় দেখানো যায়।
পরামর্শ হলো, এদের একজনকে যদি গরম তেলে দগ্ধ করা হয় তাহলে একজন আমাদের হাতছাড়া হলেও অন্তত বাকি একজন তো আমাদের করতলগত হবে। পরামর্শ অনুযায়ী তাই করা হলো। তেল গরম করা হলো। একজনকে তেলে ছেড়ে দেয়া হলো। গরম তেলে গোশত ছেড়ে দিলেন যেমন গোশত কাবাব হয়ে যায়, ঠিক তেমনিভাবে ওই মুসলমানও তেলে কাবাব হয়ে গেলো। এ দৃশ্য দেখে অপরজন কাদঁতে লাগলো। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে যে গল্প ঈমান জাগায় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল ইলম |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 8.88 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ যুলফিকার আহমদ নকশবন্দি |
অনুবাদকঃ | মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ খান |