যৌন তাড়না নিয়ন্ত্রণ ইসলামিক বিধান pdf বই ডাউনলোড। ইসলাম অতি সুন্দর একটি ধর্ম। এই ধর্মে পবিত্রতা, পরহেজগারীতা, উত্তম চরিত্র লজ্জাশীলতা ইত্যাদির গুরুত্ব অনেক। আল্লাহ বলেন তোমাদের মধ্যে সে ব্যাক্তি আল্লাহর নিকট অধিক প্রিয় ও মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাক্বী।[ সুরা- হুজরাত, আয়াত ১৩০] হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেন যে – হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া’ সাল্লাম বলেছেন ভদ্রতা হল ঈমানের একটি শাখা[ বুখারী, মুসলিম ]।
হযরত আনাস রাদিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন – ভদ্রতা ও ঈমান একসাথে মিলিত যদি একটি চলে যায়, তবে অপরটিও তার অনুসরণ করে থাকে। [ বুখারী, মুসলিম] অন্য একটি হাদীসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম বলেছেন ” আমি উত্তম চরিত্র কে পরিপূর্ণ করার জন্য প্রেরিত হয়েছি”।
আরও ইসলামিক বই দেখুনঃ
হযরত জাবের রাদিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- তোমাদের সবার ‘মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ওইসব ব্যক্তি হবে যারা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হবে।[ তিরমিজি শরীফ] অন্যত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জাশীলতা ঈমানের অংশ।
পবিত্রতা ঈমানের অংশ। অতএব প্রত্যেক মুসলিমের উচিত যে সে লজ্জাশীল হবে এবং পবিত্র থাকার চেষ্টা করবে। কারণ নিশ্চয় প্রত্যেক ধর্মের একটি স্বভাব রয়েছে আর ইসলামের স্বভাব হলো লজ্জাশীলতা। [ সুনানে ইবনে মাজাহ] হযরত আনাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত, যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন-
অশ্লীলতা নির্লজ্জতা) যে বিষয়ে থাকে সে বিষয় কে তা সৌন্দর্যহীন করে ফেলে আর লজ্জাশীলতা যে বিষয় থাকে সে বিষয় কে তা সৌন্দর্যময় করে তোলে। [ তিরমিজি, ইবনে মাযাহ ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা শুধু কল্যাণ ই বয়ে নিয়ে আসে [ বুখারী দাউদ, আহমদ]
নিচে যৌন তাড়না নিয়ন্ত্রণ ইসলামিক বিধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.5 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ খাইরুল মিনার কাদেরী |
বইয়ের অনুবাদকঃ |