রমজানের ৬০ শিক্ষা ৩০ ফতোয়া
রমযানের ৬০ শিক্ষা ৩০ ফতোয়া pdf বই ডাউনলোড। কোনো কোনো সুফি বলেছেন যে. আদম [আ] যখন নিষিদ্ধফল খেয়েছিলেন এবং তার পর তাওবা করেছিলেন তখন ৩০ দিন পর্যন্ত তার তাওবা কবুল হয়নি যতক্ষন তার দেহে ঐ ফলের কিছু অংশ ছিল । অতঃপর তাঁর দেহ যখন তা থেকে পাক পবিত্র হয়ে যায় তখন তার তাওবা কবূল হয় ।
তারপর তার সন্তানদের ওপরে ৩০ টি রোযা ফরয করে দেয়া হয় । হাফিয ইবনে হাজার আসকালীনি [র] বলেন একথা প্রমানে সনদ নেই । এর কোনো দলীল পাওয়া দূরহ ব্যপার । বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম রোযা কে রেখেছিলেন – এ বিষয়ে সাধক শিরোমনি শায়েখ আব্দুল কাদির জিরানী [র] বর্ণনা করেছেন ।
আরও দেখুনঃ মহিলাদের প্রশ্নের জবাব pdf বই ডাউনলোড
যির ইবনে হুবাইশ [র] বলেন একদা আমি রাসূলুল্লাহ এর বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ [রা] -কে আইয়্যেমে বীয [চান্দ্র মাসের ১৩.১৪.ও ১৫ তারিখকে আইয়্যেমে বীয বলে ] সম্বন্ধে জিজ্ঞেস করার তিনি বলেন , আরআলাহ সুবানাহু ওয়া তাআলা আদম [আ] – কে একটি ফল খেতে নিষেধ করেছিলাম । কিন্তু আদম [আ] সেই ফল খেয়ে জান্নাত থেকে দুনিয়ায় নেমে আসতে বাধ্য হন ।
আমাদের রমযানের উপর ভিত্তি করে কিছু শিক্ষা ও আমল রয়েছে তা জানা জরূরী।
সে সময় তাঁর শরীরেররং কালো হয়ে যায় । ফলে তার এ দুর্ধশা দেখে ফেরেশতাগণ কেদে কেদে আল্লাহর নিকট প্রার্থনা করলেন , হে আল্লাহ ! আদম তোমার প্রিয় সৃষ্টি !!! তুমি তাঁকে জান্নএতর স্থান দিয়েছিলে , আমাদের দ্বারা তাকে সিজদাও করালো , আর একটি মাত্র ভুলের জন্য তার দেহের রং কালো করে দিলো ?।
আরও দেখুনঃ কুসংস্করাচ্ছন্ন ইমান ২য় খন্ড pdf বই ডাউনলোড
তাদের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম [আ] -এর কাছে এ ওহী প্রেরেন করলেন , তুমি চান্দ্র মাসের ১৩,১৪,ও১৫ তারিখে রোযা রাখ । আদম [আ] তাই করলেন । ফলে তার দেহের রং আবার উজ্জল হলো । এ জন্যই এ তিনটি দিনকে আইয়্যেমে বীয বা ইজ্জ্বল দিন বলে ।
[ গুনইয়াতুত -ত লিবনি , বাংলা অনুবাদ ১ম . খন্ড. পৃষ্ঠা ৩০৭] আব্দুর কাদির জিলানী [র] উক্ত বিষযটি প্রমানে কোনো হাদীস বা তফসরের উদ্ধতি দেননি । কাজেই বিষয়টি প্রমানে কতটা সত্য তা চিন্তা সাপেক্ষা । আব্দুল্লাহ ইবনে আব্বাস [রা] বলেন রাসূলুল্লাহ।আরও দেখুনঃ আপনার প্রশ্নের জবাব ২য়-খন্ড pdf বই ডাউনলোড
নিচে রমযানের ৬০ শিক্ষা ৩০ ফতোয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পিস পাবলিকেশন্স বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 10.07 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ