রমযান মাসের ৩০ আসর
রমযান মাসের ৩০ আসর pdf বই ডাউনলোড। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান, যমীন ও তার মধ্যকার সকল কিছু সৃষ্টি করেছেন। রাতের অন্ধকারে ক্ষুদ্র পীপিলিকার বেড়ে উঠাও যার দৃষ্টি বহির্ভূত নয় এবং আসমান ও যমীনের বিন্দু-বিসর্গও যার জ্ঞানের বাইরে নয়। যা আছে আসমানসমূহ।
যমীন ও এ দুয়ের মধ্যবর্তী স্থানে এবং যা আছে মাটির নিচে সব তারঁই। আর যদি তুমি উচ্চস্বরে কথা বল তবে তিনি গোপন ও অতি গোপন বিষয় জানেন। আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই; সুন্দর নামসমূহ তারঁই।
আরও দেখুনঃ বৈজ্ঞানিক মুহাম্মদ সাঃ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
স্বীয় অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুণ থেকে নাজাত দিয়েছেন এবং সেটার উঞ্ষতাকে সুশীতল ও আরামদায়ক করেছেন। মুসা আলাইহিস সালামকে নয়টি নিদর্শন দান করেছেন; কিন্তু ফেরআউন সেটা দ্বারা নসীহত নিতে পারেনি, তার অবস্থান থেকেও সরে আসে নি।
আরও দেখুনঃ আইসিসের ভ্রান্ত সুযোগ সন্ধানী pdf বই ডাউনলোড
ঈসা আলাইহিস সালামকে এমন নিদর্শন দান করেছেন যা সৃষ্টিকুলকে বিস্মিত করে দিয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এমন একটি কিতাব অবতীর্ণ করেছেন, যাতে রয়েছে সুস্পষ্ট প্রমাণ এবং হেদায়েত। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারঁ অফুরন্ত অসংখ্য ও অনবরত প্রাপ্ত নেয়ামতের ।
অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক উম্মুল কুরা মক্কায় প্রেরিত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর । অবারিত শান্তি বর্ষিত হোক তারঁ ওপর, হেরা গুহায় তার নিশ্চিত পরম সঙ্গী আবূ বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু সত্যের ইঙ্গিত প্রাপ্ত মতের অধিকারী এবং আল্লাহর আলোতে যিনি দেখতে পেতেন সে উমর রাঃ, তারঁ দু কন্যার স্বামী যিনি ছিলেন সত্যভাষী সে উসমান রাঃ তারঁ চাচাত ভাই আলি রাঃ।
আরও দেখুনঃ রমজানে মুমিনের করণীয়
নিচে রমযান মাসের ৩০ আসর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 4.79 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ ইবন উসাইমীন রহ. অনুবাদঃ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়াডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ