রাজশাহীতে ইসলাম pdf বই ডাউনলোড। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, মুসলমানদের দেশে ইসলামী শাসন আজ নির্বাসিত। ইসলামী শাসন প্রচলিত অর্থে কোন ধর্মতাত্ত্বিক শাসন নয়, অথবা মোল্লাতন্ত্র কিংবা ধর্মান্ধতার অনুসরণও নয়। ইসলামী শাসনই মূলত প্রগতিশীল এবং মানব আকাঙ্খা ও চরিত্রের উপযোগী একমাত্র শাসন প্রক্রিয়া। মানবতার যে ব্যাখ্যা অথবা সামাজিক সাম্যের যে ধারণা ইউরোপে আজ প্রচলিত, ইসলামের ও অগ্রসর।
আজ থেকে দেড় হাজার বছর আগে মদীনা সনদের মাধ্যমে ইসলাম যে মানবাধিকারের সুষ্পষ্ট নীতিমালা ঘোষণা করেছে, জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা, ফরাসী বিপ্লবের উদারনৈতিক ও পশ্চাৎমুখী। ইসলামী সমাজে মুসলমান -অমুসলমান নির্বিশেষে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান।
আরও ইসলামিক বই দেখুনঃ
- থানভী রহঃ জীবন কর্ম pdf বই ডাউনলোড
- রসূলের যুগে নারী স্বাধীনতা ২য় খন্ড pdf বই ডাউনলোড
- ইহুদী চক্রান্ত ১ম-৩য় pdf বই ডাউনলোড
- হিজবুত তাহরির pdf বই ডাউনলোড
- শহীদ তিতুমীর pdf বই ডাউনলোড
সামাজিক ও রাষ্ট্রীয় আনুকূল্য পাবার ক্ষেত্রে সকল নাগরিকের সমান হিস্যা স্বীকৃত। ইসলামী সমাজে বর্ণবাদের কোন অবকাশ নেই। পাশ্চাত্যের তথাকথিত উদারনৈতিকতা যেখানে বর্ণবাদের হিংস্রতার কাছে মানবতা যিম্মী করে রেখেছে, সেখানে ইসলাম সাদা-কালো নির্বিশেষে সকলের জন্য একক সামাজিক ও মানবিক মানদন্ড উপস্থাপন করেছে। ইসলাম যেহেতু বিশ্বাস করে যে, সকল মানুষ শুধু মুসলমান নয়।
একই পবিত্র উৎসধারা থেকে উৎসারিত এবং মানুষের পারিপাশ্বিকতা ও ইচ্ছা- অনিচ্ছা এবং রুচিভেদে তার বিশ্বাস ও জীবনাচারণের বিভিন্নতা দৃষ্টিগ্রাহ্য, সে কারণে তার যে কোন ধর্ম- বিশ্বাস পোষণ ও তা অবাধে চর্চা করার স্বাধীনতা রয়েছে, অনুরূপ কারনে ধর্মের উপর ইসলাম কোন জবরদস্তি ও বাধ্য-বাধকতা আরোপ করার সুযোগ দেয় না।
এরপরও যারা সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীয় স্বার্থ রক্ষার অজুহাতে তথাকথিত ধর্ম-নিরপেক্ষতার নামে নাস্তিকতা অনুসরণের কথা বলে, তারা মানবতার শত্রু এবং গনবিরোধী শক্তির তল্পীবাহক। ইসলাম মানুষে মানুষে ভেদাভেদকে যেভাবে নির্মূল করার প্রক্রিয়া উদ্ভাবন করেছে, তা বাস্তবে কার্যকর হলে নিরঙ্কুশ সামাজিক শান্তি, প্রগতি ও স্থিতি প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী সমাজ পরিকল্পনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, মানুষের প্রকৃত ও শাশ্বত স্বাধীনতা নিশ্চিত করা।
মানুষকে শৃঙ্খলিত রেখে রাষ্ট্রীয় স্বাধীনতা ও সামাজিক প্রগতি নিশ্চিত হতে পারে না। ইসলাম বতির্ভূত সকল সমাজ- ব্যবস্থাই মানুষকে মৌলিকভাবে শৃঙ্খলমুক্ত-সাহসী নাগরিক হবার সুযোগ দিতে ব্যর্থ প্রমাণিত। ইসলাম মানুষকে দু-ধরনের দায়িত্বে উদ্দীপ্ত করে। এক আল্লাহর প্রতি তার আনুগত্য ও দায়িত্ব এবং দুই- মানুষ ও অপরাপর সামাজিক ইউনিচের প্রতি তার দায়িত্ববোধ।
নিচে রাজশাহীতে ইসলাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | ইসলাম বিষয়ক |
বইয়ের সাইজঃ | 6.86 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ডঃ এ কে এম ইয়াকুব আলী |
অনুবাদঃ |