রাসুল মুহম্মাদ সাঃ এর মুযেজা
রাসুল মুহম্মাদ সাঃ এর মুযেজা pdf বই ডাউনলোড। মানুষকে সত্য পথের সন্ধান দিতে, মানুষ যেন এই দুনিয়ায় ও মৃত্যুর পরের জীবনে কল্যাণ লাভ করতে পারে, সেজন্য আল্লাহ যুগে যুগে সব জাতির কাছে নবী পাঠিয়েছেন। কুরআনে বলা হয়েছে বিশ্ববাসীর জন্য এটা আল্লাহর তরফ থেকে অসীম দয়া: আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যে।
তিনি তাদের নিজেদের মধ্যে থেকে তাদের কাছে রাসুল পাঠিয়েছেন, যে আল্লাহর আয়াত তাদেরঁ কাছে তিলাওয়াত করে, তাদেরকে শুদ্ধ করেও পবিত্র কিতাব ও হিকমত শিক্ষা দেয়: যদিও তারা ছিল সুষ্পষ্ট বিভ্রান্তিতে সুরা ইমরান; ৩:১৬৪।আল্লাহ তারঁ রাসুল হযরত মুহাম্মাদ সাঃ কে বলেন।
আরও দেখুনঃ ইবনে বতুতার ভ্রমণ কাহিনী pdf বই ডাউনলোড
আমি তোমাকে পুরো বিশ্বজগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি [সুরা আম্বিয়া, ২১:১০৭] এই সব নবী ও রাসূল সাঃ নিজ নিজ জাতিকে সত্যের আলো দেখাতেন; তারাঁ মানুষকে সঠিক পথের সন্ধান ও আল্লাহর নির্দেশ জানাতেন। দুনিয়ার পরবর্তী জীবনের জন্য নবী ও রাসুলগণ আল্লাহর একত্ববাদ ও তারঁ হুকুম মেনে চলার গুরুত্ব সবার কাছে পৌঁছে দিতেন।
আল্লাহর তরফ থেকে আসা এই নবীদের আগমনের উপকারীতা খুব কম মানুষই বুঝতে পেরেছিল। কুরআন বলা হয়েছে: বেশীরভাগ মানুষই ঈমান আনলো না (সুরা রাদ, ১৩:১)। তুমি যতই চাও না কেন, বেশীরভাগ মানুষই বিশ্বাসী নয় [ইউসুফ,১২:১০৩]।
আরও দেখুনঃ আল্লাহ তাআলা কোথায় আছেন pdf বই ডাউনলোড
নবীদের একটিই মাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া। তারাঁ মানুষের কাছ থেকে কোন টাকা-পয়সা বা জাগতিক লাভ চাইতেন না। আল্লাহর সন্তুষ্টিই ছিল তাদেরঁ কাম্য। তাঁরা ছিলেন মহৎ চরিত্রের অধিকারী ও প্রকৃত আল্লাহভীরু। আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে গিয়ে জাগতিক কোন লাভ তো তাঁদের।
হয়-ই নি বরং নানা ধরণের বিপদ-আপদের মুখোমুখি হয়েছেন তারাঁ এসব বিপদ তাদেঁর ঈমানকে আরো মজবুত করেছে। নবীদের এই আত্মত্যাগ, বিশ্বস্ততা, দৃঢ়চিত্ততা, আন্তরিকতা ও আল্লাহর প্রতি বিশ্বাসের প্রতিদানে আল্লাহ তাদেরঁকে সাহায্য ও সমর্থন করেছেন। কুরআনে বলা আছেঃ এটা আল্লাহর সিদ্ধান্ত।
আরও দেখুনঃ যে সালাতে হৃদয় গলে pdf বই ডাউনলোড
নিচে রাসুল মুহম্মাদ সাঃ এর মুযেজা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 1.47 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হারুন ইয়াহিয়া অনুবাদঃ জাবীন হামীদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ