রাসূলুল্লাহ সাঃ যেভাবে তাবলীগ করেছেন
রাসূলুল্লাহ সাঃ যেভাবে তাবলীগ করেছেন pdf বই ডাউনলোড। আজকের এই নব্য জাহিলী সমাজে আল্লাহ বিমুখ মানুষকে আল্লাহমুখী এবং কুরআন-সুন্নাহর বিরোধী সমাজকে ইসলামী সমাজে রূপদানের জন্য দীনের বিশুদ্ধ দাওয়াত ও তাবলীগী কার্যক্রম এক অন্যন্য মিশন।
মানুষকে পথভ্রষ্ট করার জন্য আজ যেভাবে বাতিল মতাদর্শ ও চিন্তার প্রচারণা চলছে এমনি মুহুর্তে জিহাদের পাশাপাশি আপোষহীনভাবে দীনের প্রকৃত দাওয়াত ও তাবলীগ আঞ্জান দেয়া সত্যিই চ্যালেঞ্জ স্বরূপ। তাই প্রতিটি মুমিনের এ মহান দায়িত্বকে সাফল্যের দিকে এগিয়ে নেয়ার জন্য প্রয়োজন তাবলীগের কাজে নিজেদেরকে।
আরও দেখুনঃ সম্পদ অর্জন ও ব্যায় pdf বই ডাউনলোড
শামিল করা, মনগড়া পদ্ধতি পরিহার তাবলীগ করেছেন তা অবহিত হওয়া। পাশাপাশি তাবলীগের কাজ দ্রুত এগিয়ে নিতে সহায়ক এমন সব বৈধ পন্থা অবলম্বন করা। এ দৃষ্টিকোণ থেকে চিন্তা-ভাবনা করে অতি সংক্ষেপে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাবলীগ করেছেন শীর্ষক পুস্তিকা রচনা করা হয়।
দা ওয়াত আরবী শব্দ। এর আভিধানিক অর্থ আহবান করা, ডাকা, আমন্ত্রণ জানানো। আর ইসলামী পরিভাষায় দা ওয়াত অর্থ-সত্য, ন্যায়, কল্যাণ তথা আল্লাহ তাআলার সহজ সরল দীন ইসলামের দিকে আল্লাহর বান্দাহদের আহবান করা। তাবলীগ এটা ও আরবী শব্দ। এর আভিধানিক অর্থ প্রচার করা, পৌঁছে দেয়া।
আরও দেখুনঃ কুরবানির মাসায়েল ও আকীকা pdf বই ডাউনলোড
আর ইসলামী শরীয়তের পরিভাষায় তাবলীগ অর্থ হলো-মহান আল্লাহর রাব্বুল আলামীনের তাওহীদের বাণী ও তারঁ রাসুল মুহাম্মাদ সাঃ-এর সুন্নাত মানুষের কাছে পৌঁছে দেয়া। কুরআন ও সহীহ হাদীসে তাবলীগের নির্দেশ আল্লাহ বলেন; হে রাসুল ! তোমার প্রতিপালকের পক্ষা হতে যা কিছু অবতীর্ণ হয় তা প্রচার কর।
তুমি যদি তা না কর তাহলে তুমি তারঁ পয়গাম কিছুই পৌঁছালে না (রিসালাতের দায়িত্ব পালন করলে না )। [সুরাঃ আল মায়িদা-৬৭] আল্লাহ তায়ালা আর বলেন; অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কুরআনের মাধ্যমে উপদেশ দাও। [সুরা:ক্বাফ-৪৫] আর বলেন আমার একটি কথাঅবগত হলেও তা অন্যের নিকট পৌঁছে দাও। {সহীহ বুখারী। }
আরও দেখুনঃ রাসুলের প্রশ্ন সাহাবিদের উত্তর pdf বই ডাউনলোড
নিচে রাসূলুল্লাহ সাঃ যেভাবে তাবলীগ করেছেন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দারুস সুন্নাহ প্রকাশনী বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 3.79 MB প্রকাশ সালঃ ২০০৩ ইং বইয়ের লেখকঃ আহসানুল্লাহ বিন সানাউল্লাহ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ