রাসুল সাঃ এর ২৪ ঘন্টা
রাসুল সাঃ এর ২৪ ঘন্টা pdf বই ডাউনলোড। নবী করীম -এর পিতা আব্দুল্লাহ আবদুল মুত্তালিবের সর্বকনিষ্ঠ পুত্র ছিলেন । নবী করীম -এর মা বিবি আমিনা মদীনাবাসী ওয়াহাবের কন্যা । বিবি আমিনা সঙ্গে বিবাহের কয়েক মাস পরে ৫৭০ খিস্টাব্দের।
জানুয়ারি মাসে ২৫ বছর বয়সে আব্দুল্লাহর মৃত্যু হয় । এখানে বর্ণিত বংশানুক্রম দ্বারা প্রতীমান হয় , যে, কিলাব ইবনে মুররা পর্যন্ত রাসূলুল্লুাহ- এর পিতা ও মাতার বংশ এক হয়ে যায় । [মদীনা শরীফের ইতিহাস ]
আরও দেখুনঃ দরূদ শরিফের মাসায়েল pdf বই ডাউনলোড
রাসূলুল্লুাহ- এর পুত্র – কল্যাগণের সম্পর্কে তথ্য ছক আকারে নিম্নরুপ দেয়া হলো – আব্দূল মুত্তালিব [দাদা] আব্দুল্লাহ + আমিনা বিনতে ওয়াহাব [পিতা ও মাতা] মুহাম্মাদ + খাদিজা [রা] মারিয়া কিবতিয়া কাসিম আব্দুল্লাহ জয়নাব রুকাইয়া উম্মু কুলসুম ফাতিমা [রা] ইব্রাহীম একমাত্র ইব্রাহীম মরিয়া [মরিয়ম] কিবতিয়ার গর্ভে।
এবং অন্যান্য সকলে খাদিজা [রা] এর গর্ভে জন্মগ্রহন করেন । আব্দুল্লাহর দুইটি ডাক নাম ছিলো -তায়্যিব ও তাহির । অনেই ভুল করে তায়্যিব ও তাহির দুইজন বলে মনে করে থাকেন । কাসিম ২ বছর বয়সে ও আব্দুল্লাহ ও শেশবে মুহাম্মাদ -এর নবুয়ত প্রাপ্তির পরই ওফাতপ্রাপ্ত হন ।
আরও দেখুনঃ কালিমার মর্মকথা pdf বই ডাউনলোড
ইব্রাহীম ৮ম হিজরীতে জন্মগ্রহন করেন এবং ১০ম হিজরীতে মাত্র মাস বয়সে ইন্তেকাল করেন । ১. রাসূলুল্লুাহ-এর জ্যেষ্ঠ কন্য জয়নবকে খাদিজা [রা] তাঁর ছোট বোন হালার পুত্র আবুল আস ইবনে রাবিবী -এর সঙ্গে বিবাহ দেন । আবূল আস বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয় । রাসূলুল্লুাহ-এর দয়ায় মুক্তি পেয়ে মক্কায় ফিরে যায় এবং।
মুক্তির শর্তানুযায়ি জয়বনকে মদীনা পাটিয়ে দেয় । আবুল আস ষষ্ঠ হিজরীতে মদীনায় এসে মুসলমানদের হয়ে জয়নবের সঙ্গে মিলিত হন । জয়নব অষ্টম হিজরীতে ইন্তেকাল করেন । উমামা নামে জয়নবের একটি মেয়ে ছিলো । নবজি উমামাকে খুব আদর করতেন । ২. রাসূলুল্লুাহ-িএর ২য় ও ৩য় কন্যা রুকাইয়া ও কুলসুমের প্রথমে বিবাহ হয় উতবা ও উতাইয়া
আরও দেখুনঃ ঈসা নবির প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
নিচে রাসুল সাঃ এর ২৪ ঘন্টা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পিস পাবলিকেশন বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 25.3 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ ইবনে ইব্রাহিম আততুওয়াইজিরী অনুবাদঃ মোঃ রফিকুল ইসলামডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ