রুকু পেলে রাকাত হবে না pdf বই ডাউনলোড। সম্প্রতি হানাফী মাযহাবের কিছু মুফতী সাহেবান আমার ঘনিষ্ঠ অনুসারীদের মাঝে এই বলে বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েছেন যে হাদীসে রয়েছে রুকু পেলে রাকাত হয়ে যায়। আর তাই যদি হয় তাহলে সুরা ফাতেহা সে ব্যক্তি কখন পড়বে,অতএব, সূরা ফাতেহা ইমামের পিছনে মুক্তাদীর পড়া লাগে না, সূরা ফাতেহা শুধু ইমাম পড়লেই হয়ে যায়।
আর এই মর্মে তারা ৪টি হাদীসি দলিলও পেশ করেছেন। প্রথম দলিল বোখারী শরীফ হতে, দ্বিতীয় দলিল আবু দাউদ হতে, তৃতীয় দলিল তালখিস হতে এবং চতুর্থ দলিল দ্বারা কুতনী হতে। এসব হাদীসী দলিলগুলি যে দুটি মসজিদ বা যে দুটি এলাকার মুসলিম ভাইগণ আমার প্রচেস্টায় ।
আরও দেখুনঃ গণতন্ত্র প্রসঙ্গে আধুনিক পর্যালোচনা pdf বই ডাউনলোড
নতুন ভাবে কোরআন ও সহীহ হাদীসের উপর আস্থাশীল হয়েছেন, তাদের অধিকাংশ লোকের মনে ইমামের পিছনে সূরা ফাতেহা পড়া নিয়ে সংশয় অপচেষ্টা করা হয়েছে। তাই তাদের এবং আমার হানাফী ভাইদের মনের সংশয় ও বিভ্রান্তি নিরসন কল্পে লেখককে এ বিষয়ে কলম ধরতে হল ।
সূরা ফাতেহা ইমামের পিছনে মুক্তাদীর পড়া লাগে না।
রুকু পেলে রাকাত হবে এই মর্মে পেশকৃত দলিলের জবাব অর্থাৎ আবি বাকারা রাঃ থেকে বর্ণিত তিনি একদিন দৌড়ে রুকু করা অবস্থায় কাতারে শামিল হলেন। সালামের পর রাসূল সাঃ বললেন, আল্লাহ তোমার আগ্রহকে বাড়িয়ে দিন; তুমি পুনরায় এমনটি আর করবে না। (বোখারী ৫৪ পৃষ্ঠা)।
আরও দেখুনঃ পীর ও পুলিশ pdf বই ডাউনলোড
জবাব পাঠকগন, রুকু পেলে রাকাত হবে এ ব্যাপারে যে কয়টি দলিল তারা পেশ করেন তার মধ্যে এই দলিলটিই হচ্ছে একমাত্র সহীহ। বাকী কয়টির একটিও সহীহ নয় এবং মওকুফ যা মারফু হাদীসের মোকাবেলায় দলিলের অযোগ্য এই জন্য বোখারীর এই হাদীসটি সম্পর্কে অবশ্যই কিছু আলোচনার প্রয়োজন। বোখারীর এই হাদীস খানা সামনে রেখে মাযহাবী মুফতী সাহেবানরা বলতে চান*।
(এক) যদি আবি বাকরা রাঃ রুকু পেলে রাকাত হওয়াটা না জানতেন তাহ-লে দৌড়নোর কি প্রয়োজন ছিল? (দুই) লা-তাউদ অর্থাৎ পুনরায় এমনটি করবে না। এর অর্থ হচ্ছে রাকাত হয়ে গেছে, পুনরায় আর নামায পড়তে হবে না। পাঠকঘন, এ দুটি উক্তি তাদের সঠিক নয়,একেবারে ভূল। কারণ ফাতহুর বারী সরাহ সহীহুল বোখারীর এই অধ্যায়ের মধ্যে এসেছে, অর্থাৎ রাসূল সাঃ একদিকে যেমন আবি বাকারা রাঃ-র জামাতের ফজিলত পাওয়ার আগ্রহকে উৎসাহিত করেছেন।
আরও দেখুনঃ দ্য স্পিরিট অব ইসলাম pdf বই ডাউনলোড
নিচে রুকু পেলে রাকাত হবে না pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হুসাইন আল মাদানী প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.78 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ মাওলানা আব্দুস সাত্তার কালাবগী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ