লাল সাগরের ঢেউ pdf বই ডাউনলোড। একবিংশের কবি আমি ভাই গাহি কাব্যের গান সত্যিকারের কাব্যের আজি ঘটিয়াছে অবসান। কবি নামধারী জুয়াড়ীরা সব পদ্যে করিয়া হেলা পদ্যের নামে গদ্য লিখার বসিয়েছে জুযা খেলা ছন্দ-গন্ধ রুচি রসনার দিয়াছে নির্বাসন শুস্ক-নিরস চিবানো মাংসে চলিয়াছে চর্ণন এলোমেলো কেশ পাগলের বেশ পায়ে খড়মের চটি এখানে ওখানে সবখানে শুধু কবিদের ছুটোছুটি।
স্কন্ধে ঝুলানো থলে গুলো সব নকল কাব্যে ঠাসা। অভিধান থেকে চুরি করে আনা লোহা-লক্কর ভাষা। লিখিয়াছে কি যে, বুঝেনা সে নিজে পাঠকেরা গো-বেচারা এমনি করিয়া হাল জমানার চলিছে কাব্যধারা। আগেকার কবি কত সে কাব্য রহিয়াছে অবিরাম বর্তমানের ভন্ডেরা তার দিয়াছে কি কোন দাম?।
আরও দেখুনঃ কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
কত সংগ্রাম কত বিপ্লব ঘটায়েছে কবিকুল কাব্যরণের তুলিয়াছে ঝড় বিদ্রোহী নজরুল। কত মুর্দারে দনিয়াছে প্রাণ মহাকবি ইকবাল ক্ষুব্ধ সাগরে বাসায়েছে তরী কষিয়া ধরেছে হাল। কবি ফরুখ জাগায়েছে কত সাদ সাগরের মাঝি সাহসিকতার শুধায়েছে বাণী রাখিয়া জীবন বাজি। কায়কোবাদের কাব্যে আজিও বাজে আযানের ধ্বনি নয়া জামানার মিনারে মিনারে আজো সে আযান শুনি।
ছিল মানুষের মুক্তির বাণী কতিতায় আগেকার যুগে যুগে তাই কবিরাই ছিল জাতির কর্ণধার। কাব্যে যাদের নিবেদিত প্রাণ তাদেরে কবি স্মরণ তাহাদের পথে চলিতে চলিতে লিখে যাই দু‘চরণ এ যুগের আমি কাজী নজরুল, ইকবাল মহাকবি গালিব, হাফিজ-রুমী-খৈয়াম, সাদী ফররুখ সবি।
আরও দেখুনঃ ছোটদের ইবনে বতুতা pdf বই ডাউনলোড
বহুকাল পরে তাহাদের ধ্বনি আমার কন্ঠে বাজে তাহাদেরী খুন উতলিয়া ওঠে আমার ধমণী মাঝে। কাব্যে আমার জ্বলে বিদ্রোহ, বাজে চেতনার বীণ কায়কোবাদের আযান ফুকারে আমাতে মুয়াজ্জিন। আমাতেই বাজে গালিবের শের, সাদীর কাব্যমালা আমাতেই আছে জীবনের স্বাদ।
মরণের বিষ জ্বালা কাব্যে আমার উঠিবে আবার শিকল ভাঙ্গার ঝড় অত্যাচারীর তখত-দাউস কম্পিরে থর থর আগেকার সুরে আজিকার আমি গাহি আজাদীর গান নবচেতনার খুলিব দূয়ার ঘোষিয়াছে অভিযান। কবি হয়ে আমি সহিবনা আর কাব্যের অপমান। আজরাঈলের ভাঙ্গিয়াছে ঘুম জুয়াড়ীরা সাবধান। কবিদের ঘাড়ে চাপিয়াছে ভূত, তাড়ানো আমার কাজ তন্ত্রে মন্ত্রে ওস্তাদ আমি কবিদের কবিরাজ।
আরও দেখুনঃ এক ব্রিটিশ গোয়েন্দার ডায়রি pdf বই ডাউনলোড
নিচে লাল সাগরের ঢেউ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সুগ্রন্থ বইয়ের ধরণঃ গল্প বিষয়ক বইয়ের সাইজঃ 5.33 MB প্রকাশ সালঃ ২০০১ বইয়ের লেখকঃ মুহিববুর রহমান খান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ