লূদ হুস-সালেহ আঃ জাতির পরিণতি
লূদ হুস-সালেহ আঃ জাতির পরিণতি pdf বই ডাউনলোড। হযরত লূত আঃ ছিলেন হযরত ইবরাহিম আঃ-এর ভাতিজা । চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বায়তুল মুক্বাদ্দাসের অদূরে কেন আনে চলে আসেন।
আল্লাহ লূত আঃ-কে নবুঅত দান করেন এবং কোন আন থেকে অল্প দূরে জডান ও বায়তুল মুক্বাদ্দাসের মধ্যবতী সাদূম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শন জন্য প্রেরণ করেন। এ এলাকায় সাদূম, আমরা, দমা ছাবাহ ও ছাওয়াহ ।
আরও দেখুনঃ অন্যায় অথ্যাচার করা হারাম pdf বই ডাউনলোড
নামে বড় বড় পাচঁর্টি শহর ছিল । কুরআন মজীদ বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে মুতাফেকাহ (নাজম ৫৩/৫৩) বা মুতাফেকাত (তওবাহ ৯/৭০, হাক্বক্বাহ ৬৯/৯ ) শব্দে বর্ননা করেছে। যার অর্থ জনপদ উল্টানো শহরগুলি। এ পাচঁটি শহরের মধ্যে সাদূম ছিল সবচেয়ে বড় এবং সাদূমকেই রাজধানী মনে করা হত।
হযরত লূত আঃ এখানেই অবস্থান করতেন। এখানকার ভুমি ছিল উর্বর ও শস্য -শ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুয ছিল। এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। সাদূম সম্পর্কে সকলে একমত। বাকী শহরগুলির নাম কি, সেগুলির সংখ্যা সংখ্যা তিনটি, চারটি না ছয়টি।
আরও দেখুনঃ ঈমান আনা সত্বেও মুশরিক pdf বই ডাউনলোড
সেগুলিতে বসবাসকারী লোকজনের সংখ্যা কয়শত, কয় হাজার বা কয় লাখ ছিল, সেসব বিষয়ে মতভেদ রয়েছে। এগুলি ইস্রাঈলী বর্ননা, যা কেবল ইতিহাসের বস্তু হিসাবে গ্রহণ করা যায়। কুরআন ও হাদীছে শুধু মূল বিষয়বস্তুর বর্ণনা এসেছে, যা মানবজাতির জন্য শিক্ষনীয়। উল্লেখ্য যে, লূত আঃ সম্পর্কে পবিত্র কুরআনের ১৫টি সুরায় ৮৭টি আয়াতে বর্ণিত হয়েছে।
লূত আঃ-এর দাওয়াত: লূত আঃ-এর কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরীতে লিপ্ত হয়েছিল । দুনিয়াবি উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্গনকারী জাতিতে পরিণত হয়েছিল ।পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারা চূড়ান্ত বিলাস-ব্যসনে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায়-অনাজার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল।
আরও দেখুনঃ অদ্বিতীয় রাসুল অদ্বিতীয় জানাযা pdf বই ডাউনলোড
নিচে লূদ হুস-সালেহ আঃ জাতির পরিণতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 21.4 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ