লেখা সংকলন ১
লেখা সংকলন ১ pdf বই ডাউনলোড। স্পেনকে অধিকাংশ বাঙ্গালি চিনে খেলার কারনে । আহ স্পেন !! জানেন এই দেশ ছিল কাদের ? কারা ছিলো এই ভূখন্ডের আলিম ! এভূমিতে জন্মেছিলেন ইমাম ইবনে আব্দিল বার ,ইমাম কুরতুবি ওইমাম ইবনে হাজমের মতো মহান মনীষী ।
ইবনে রুশদ ,আল জাহারাউয়ির মতো দুনিয়া কাপানো বিঞ্জানিরা এ মাটির সন্তান । মুসলিম আন্দালুসের অধীন ছিল । আব্দালুস মরক্কো থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত । দুই দেশের মধ্যে প্রাকতিক ব্যবধান হয়ে আছে জিব্রাল্টার প্রনালি । যার মূল উচ্চার ছিল জাবালুত তারিফ ।
আরও দেখুনঃ কালেক্টেড ২২তম pdf বই ডাউনলোড
স্পেন বিজেতা মহাবির তারিক বিন জিয়াদ [রহ}] এর অপরদিকে পিরেনিজ পর্বতমালা আন্দালুস এবং ফ্রান্সের মাঝে অন্তারাই হয়ে আছে । এ পর্বতশ্রেনী পূর্ব – পশ্চিমে প্রায় 300 মাইল বিস্তত । মাগরিপ মুসা বিন নুসাইবা নিদের্শ স্পেন বিজেতা তারিক বিন জিয়াদ [রহ] মাএ 7 দিন 7হাজার সৈন্য নিয়ে আন্দালুস আসেন । সয়ম টা ছিল । প্রায় 2 বছরের এ জয় পূর্ন্যতায় পেীছে ।
মুসলমান দের অধীন এ ভূখ দিকে পুরো মনোযোগি হন পরবর্তী সুলতানীরা । রক্ত গড়ে তুলৈন ্ও উদ্যন । সভ্যতা -সাংস্কৃতিকে ভরেয়ে তোলেন পূর্ন্যতায় বহু উপাদানে । শুধু মুসলমান স্থাপনা । দশম শতকের মাঝামাঝিতে .আন্দালুসের ইসলামের স্নর্নযুগে পৈাছায় ।
আরও দেখুনঃ কালেক্টেড ২১তম pdf বই ডাউনলোড
প্রায় 50 লাখ মুসলমানদের আবাসস্থল হয় আন্দালুস ,যা সেখানকার মোট জনসংখ্যা 80 শতাংশরেও বেশি । একটি শক্তিশালি ,সমৃদ্য এবং ঐক্যবদ্ধ উমাইয়া খেলাফত এ অঞ্চলে গড়ে উঠেছিলো । আর আন্দালুসের রাজধানি কর্ডভা আকর্ষন করছিল গোটা মুসলিম বিশ্বের এং ইউরোপের ঞ্জানপিপাসুদের ।
তৎকালিন ইউরোপের গোসলখানাকে হম্মাম বলে গন্য করা মতো ,অথচ অডোভায় ছিল 900 পাবলিক বাথ দশম শতকে কর্ডবায় ছিল 700 মসজিদ । অবশ্য পরবর্তী সময়ে এক সিদ্ধান্ত অনূযায়ি আন্দালুসের মুসলিম শাসনমলে নিমির্ত সব হাম্মান গোসলকানা দেয়া হয় । আধুনিক শল্যবিদায় জনক আবুল কাসিম আল জাহারাউয়ির
আরও দেখুনঃ কালেক্টেড ২০তম pdf বই ডাউনলোড
নিচে লেখা সংকলন ১ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 18.1 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ