লেখা সংকলন ২
লেখা সংকলন ২ pdf বই ডাউনলোড। ১৮৩০ সালে আলজেরিয়া দখলের মধ্য দিয়ে আফ্রিকায় প্রবেশ করে ফ্রান্স। তারা দেশটি শাসন করে ১৬৬২ সাল পর্যন্ত। আলজেরীয় তথ্যসুত্র মতে প্রায় ১৩০ বছরের সভ্যতার মিশনে তারা ২০ লাখের বেশি আলজেরীয়কে হত্যা করেছে।
আলজেরীয়দের দমনের জন্য তাৎক্ষণিক যে গণহত্যা চালানো হয়, তাতে নিহত হয় প্রায় ৪৫ হাজার লোক। কতোটা নৃশংস হত্যাকন্ড ছিলো তা ফুলে ওঠে এক ফরাসি সেনা কর্মকর্তার মন্তব্য ।
আরও দেখুনঃ লেখা সংকলন ১ pdf বই ডাউনলোড
আলজেরীয়দের লাশ গুম করার দায়িত্ব নিয়োজিত ওই সেনা কর্মকর্তা তার সঙ্গের অফিসারকে বলেন, তুমি এত দ্রুতগতিতে তাদেরকে কচুকাটা করে চলেছো যে, আমি মাটিচাপা দিয়ে শেষ করতে পারছি না!! ব্রিটিশ ঐতিহাসিক অ্যালিষ্টার র্হন তার বিখ্যাত অ্য সেভেজ ওয়্যার অব পিস বইতে লিখেছেন।
অভিযান চলাকালে নৃশংসভাবে আলজেরীয় নারীদের ধর্ষন করে ফরাসি সেনারা। ধর্ষন শেষে অনেক নারীর স্তন তারা কেটে ফেলে। হত্যার পর অনেকের মৃতদেহ বিকৃত করতেও ছাড়েনি সভ্যতার সোনারা । বিখ্যাত ফরাসী ঐতিহাসিক ও রাজনীতিবিদ অ্যালেক্সিস দ্য তকিউভিলে ১৮৩৫ সালে প্রকাশিত তার Democracy in America গ্রন্থে বলেছেন।
আরও দেখুনঃ কালেক্টেড ২২তম pdf বই ডাউনলোড
আমরা যদি আমাদের চিন্তাধারা প্রতি লক্ষ্য করি, আমাদেরকে প্রায় এ সিদ্বান্তে উপনীত হতে হয় যে, ইউরোপীয়রা মানবজাতির এক ভিন্ন গোত্রভুক্ত সম্প্রদায়, যেমন ইতর প্রাণীর বিপরীতে মানব সম্প্রদায়। সে তার নিজের প্রয়োজনে তাদেরকে বশীভূত করে এবং যখন তা করতে ব্যর্থ হয় তার বিনাশ সাধন করে।
সথ্য সুত্রঃ জেনোসাইড সিন্স নাইনটিন ফরটি ফাইভ: ফিলিপ স্পেন্সার, দ্য গার্ডিয়ান, উইকিপিডিয়া, আলজেরিয়া ডটকম স্রফ একটা ফুটবলে লাথি দেওয়ার কৌশলে আমরা সবকিছু ভুলে যেতে পারি না।ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমূল আলম কে ট্রল, তার ছবি নিয়ে Meme ইত্যাদি প্রায়ই চোখে পরে। দেখে বুঝাই যায় তার চেহারা নিয়েই এসব করা হয়। এসব দেখে আশ্চয়ই হতে হয়। অনেক বুঝদার প্র্যাক্টিসিং মুসলিমরাও এসব করে মজা পায়।
আরও দেখুনঃ কালেক্টেড ২১তম pdf বই ডাউনলোড
নিচে লেখা সংকলন ২ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 25.2 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ