লেখা সংকলন 8
লেখা সংকলন ৪ pdf বই ডাউনলোড। একটি হাদিসই আমাদের জীবনের গতি পরিবর্তন করে দিতে পারে। আসুল একটু চিন্তা করি, জীবনের লক্ষ্য ঠিক করি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া- সাল্লাম বলেন, যার জীবনের চিন্তা লক্ষ্য হবে আখিরাত আল্লাহ তার অন্তরে সচ্ছলতা দিবে।
তার কর্মকান্ড গুছিয়ে দিবেন এবং দুনিয়া (নেয়ামত ) অনুগত্য ও বাধ্য হয়ে তার নিকট আসবে। আর যার চিন্তা লক্ষ্য হবে দুনিয়া আল্লাহ তার দুচোখের মাঝে দারিদ্র রেখে দিবেন, তার কর্মকান্ড বিক্ষিপ্ত করে দিবেন (ফলে সে অস্থিরতায় কাতরাবে) এবং দুনিয়া থেকে সে কতটুকুই অর্জন করতে পারবে, যা তার জন্য পূর্বনির্ধারিতা । (তিরমিযি: ২৪৬৫, সিলসিলা সহিহাহ: ৯৪৯-৯৫০: সহিহ)
আরও দেখুনঃ লেখা সংকলন ২ pdf বই ডাউনলোড
প্রতিদিন রাতে শোয়ার আগে সূরা আল বাকারা শেষ দুই আয়াত (২৮৫ ও ২৮৬ ) তেলাওয়াত করে ঘুমানো একটি উৎকৃষ্ট সুন্নাহ। আমরা অনেকেই এ সুন্নাহ অনুসরণ করে প্রতি রাতে শোয়ার আগে আয়াত দুটি তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ। ২৮৬ নং আয়াত মূলত একটি দুআ যার একেবারে শেষে কাফিরদের বিরুদ্ভে বিরুদ্ধে জয় লাভের জন্য আল্লাহ তাআলার সাহায্য চাওয়া হয়েছে।
দুআ তে বলা হয়েছে। হে আল্লাহ, তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্য কর। আইরনী হচ্ছে, আমরা প্রতিদিনই সুন্নাহ মেনে কাফিরদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। প্রতি রাতেই দুআ করছি।
আরও দেখুনঃ লেখা সংকলন ১ pdf বই ডাউনলোড
কিন্তু রাসুলুল্লাহর সাঃ সুন্নাহ অনুসরণ করে কাফিরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে মেন্টালি বা ফিজিক্যালি কোন প্রস্ততি গ্রহণ করছি না। রাসুলুল্লাহ সাঃ দুআ করার সাথে সাথে অন্য সকল প্রকার মেন্টাল ও ফিজিক্যাল প্রস্ততিও গ্রহণ করেছিলেন।
তাইতো বদরের ময়দানে আল্লাহর সাহায্য স্বরূপ আসমান থেকে ফেরেশতারা নেমে এসে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেণ। এ ঘটনা এমনি এমনি ঘটেনি। এ সকল ঘটনার পেছনে অনেক মেন্টল ও ফিজিক্যাল প্রস্তুত ছিল ।
আরও দেখুনঃ কালেক্টেড ২২তম pdf বই ডাউনলোড
নিচে লেখা সংকলন ৪ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 39.5 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ