শওকে ওয়াতন আখেরাতের প্রেরণা pdf বই ডাউনলোড। `শশুক’ অর্থ জবা, প্রেরণা, তড়প, অনুরাগ। ওয়াতন মানে স্বদেশ, আপন বাড়ী, জন্মভূমি। এখানে ওয়াতন (অতন) বলিতে আখেরাত বা জান্নাতকে বুঝানো হইয়াছে। অতএব, শওকে ওয়াতন’ এর অর্থ হয় : আখেরাতের প্রেরণা, পরকালের প্রতি অনুরাগ বা বেহেশতের তড়প্
আপনজন, আপন জায়গা, আপন সম্পদ-সম্পত্তি কিংবা আপন বাড়ী-ঘর ছাড়িয়া দীর্ঘকাল ধরিয়া বিদেশ-বিভুঁইয়ে থাকিলে মনের মধ্যে নিজ দেশে, নিজ বাড়ীতে ফিরিবার জন্য আকাংখা বা প্রেরণা জাগে।
দিবারাত মন ছট্ফট্ করিতে থাকে, তড়পাইতে থাকে, কখন পৌঁছিব নিজের ঘরে, কখন দেখিব একান্ত প্রিয়জনদিগকে । আমাদের আসল ঠিকানা জান্নাত, আমাদের প্রকৃত প্রিয়জন আল্লাহ্ তাআলা। কিন্তু, ক্ষণস্থায়ী দুনিয়ার ঝামেলায় পড়িয়া আমরা অনেকে আমাদের ঠিকানাও ভুলিয়া যাই, পরমপ্রিয়জন আল্লাহকেও ভুলিয়া বসি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ক্রসেড সিরিজ ১৪তম খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- তাহকীক তাফসীর ইবনু কাসীর pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
এ অবস্থায় প্রয়োজন হয় আমাদিগকে ভয়-ভীতি শুনাইয়া সতর্ক করার (যাহাকে এন্যার ৩) তারহীব বলে,) কিংবা নাহ্ নেয়ামতের কথা শুনাইয়া জান্নাতের শওক্-জয়া ও তড়প্ পয়দা করার (যাহাকে তাশীর ও তারগীব বলে)। এ ভারগীব বা তারহীব উভয়ের একটিই উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহভোলা বান্দাদিগকে আল্লাহর দিকে এবং আল্লাহকে পাইবার ও আল্লাহ্র পরম সান্নিধ্যে থাকিবার স্থান জান্নাতের দিকে আকৃষ্ট করা ।
আল্লাহকে পাওয়া এবং জান্নাতে যাওয়ার আগ্রহ এবং আকর্ষণ যখন প্রবল হ্যা, তখন মন হামেশা ঐ চিন্তা-ভাবনাতেই ডুবিয়া থাকে, মজিয়া থাকে FeteW হার ফলে নগদ-নগদ দুইটি উপকার এইখানে বসিয়াই পাওয়া যায়। এক. আল্লাহপাকের সহজ-শক্ত প্রতিটি হুকুম পালন করা আসান ও প্রায় স্বভাবজাত হইয়া যায়।
বরং প্রতিটি আদেশ-নিষেধ মান্যকরণ এবং তাহাতে পূর্ণ আত্মনিয়োগ ও আত্মসমর্পণকে শান্তিদায়ক, আরামদায়ক ও মর্যাদার বলিয়া অনুভব হয়। ফলে, জীবনভর দিবারাত এ আদেশ-নিষেধ মান্যকরণের জিন্দেগীই তাহাকে জান্নাতে পৌঁছাইয়া দেয়, পরমপ্রিয়জন পরমারাধ্যজনের আদর-আহ্লাদভরা মায়াময় কোলে তুলিয়া দেয়।
নিচে শওকে ওয়াতন আখেরাতের প্রেরণা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজ | 6.6 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | হাকীমুল উম্মাত মুহাদ্দিদুল মিল্লাত |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা আব্দুল মতিন |