শানে ওসমান গনি pdf বই ডাউনলোড। যখনই মসজিদে প্রবেশ করবেন, মনে করে নফল ইতিকাফের নিয়্যত করে নিন। কেননা, যতক্ষণ মসজিদে থাকবেন, নফল ইতিকাফের সাওয়াব অর্জিত হতে থাকবে এবং সাধারনভাবে মসজিদে খাওয়া-দাওয়াও জায়িয হয়ে যাবে।
ইতিকাফের নিয়্যতও শুধুমাত্র খাওয়া দাওয়া বা ঘুমানোর জন্য যেনো না হয় বরং এর উদ্দেশ্য যেনো আল্লাহ তায়ালার সন্তুষ্টি জন্যই হয়। ফতোওয়ায়ে শামীতে বর্ণিত রয়েছে: যদি কেউ মসজিদে খাওয়া দাওয়া বা ঘুমাতে চায় তবে ইতিকাফের নিয়্যত করে নিন, কিছুক্ষণ আল্লাহ তায়ালার যিকির করুন অতঃপর যা ইচ্ছা করুন (অর্থাৎ এবার চাইলে খাওয়া দাওয়া বা ঘুমাতে পারেন)।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
প্রিয় ইসলামী ভাইয়েরা! সকল সাহাবায়ে কিরামগণ শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভূক্ত এবং ন্যায় বিচারক, তাঁদের যখন আলোচনা করা হয় তখন কল্যাণময় আলোচনা করা ফরয। কোন সাহাবীর প্রতি মন্দ বিশ্বাস রাখা পথভ্রষ্টতা । এবং জাহান্নামে অধিকারী হওয়া, কেননা তাঁদের প্রতি বিদ্বেষ পোষণ করা আসলে । হুযুর এর প্রতিই বিদ্বেষ পোষণ করাই। সকল সাহাবীয়ে কিরাম বড় ছোট (তাঁদের মধ্যে নিম্ন মর্যাদার কেউ নেই) সকলেই জান্নাতি, তাঁরা জাহান্নামের সামান্যতম আওয়াজও শুনবেন না এবং সর্বদা তাঁরা মন মতো পেতে থাকবেন । (বাহারে শরীয়ত, ১/২৫৪)
এই পবিত্র স্বত্বাগণের ফযীলত ও প্রশংসা, তাঁদের সদাচরন, সুন্দর চরিত্র এবং ঈমানের আলোচনা দ্বারা কিতাব সমূহ ভরে আছে আর তাঁদের দুনিয়াতেই – ক্ষমা ও আখিরাতের নেয়ামত ও আল্লাহ তায়ালার সন্তুষ্টির সুসংবাদ শুনানো হয়েছে। যেমনটি ১১তম পারা সূরা তাওবার ১০০ নং আয়াতে ইরশাদ হচ্ছে: বর্ণিত আছে; আমীরুল মুমিনিন হযরত সায়্যিদুনা ওমর বিন খাত্তাব এবং হযরত সায়্যিদুনা ওসমানে গণী এবং হুযুর পুরনূর এর এমতাবস্থায় আসরের সময় হয়ে গেলো।
হযরত কোন একটি কাজে ব্যস্ত ছিলেন, সায়্যিদুনা ওমর ফারুকে আযম হযরত সায়্যিদুনা ওসমানে গণী কে অগ্রসর হয়ে ইমামতি করতে বললেন তখন তিনি আরয করলেন: আপনি এই কাজের জন্য আমার চেয়ে বেশি উপযুক্ত, কেননা রাসূলুল্লাহ, আপনাকেই অগ্রগামি করেছেন এবং আপনারই প্রসংশা করেছেন। হযরত সায়্যিদুনা ওমর বিন খাত্তাব বললেন: আপনার সামনে অগ্রগামী হবো না, কেননা আমি প্রিয় নবী ইরশাদ করতে শুনেছি: “ওসমান কতই না ভাল লোক, আমার জামাতা এবং আমার দু’জন কন্যার স্বামী, আল্লাহ তায়ালা তাঁর সাথে আমার নূর মিলিয়ে দিয়েছেন।”
নিচে শানে ওসমান গনি pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.8 MB |
প্রকাশ সালঃ | ২০1৮ সাল |
বইয়ের লেখকঃ | আব্দুল ওয়াহাব খান |
বইয়ের অনুবাদকঃ |