শারহুস সুন্নাহ ইমাম আল-বারবাহাকী রহিমাহুল্লাহ pdf বই ডাউনলোড। নাম,কুনিয়্যাহ এবং বংশাবলী: তিনি ইমাম, মুজাহিদ, হাম্বলী আলিম এবং তার সময়ের সর্বোত্তম ব্যক্তিত্ব আবু মুহাম্মাদ আল-হাসান ইবনু আলী ইবনু খালাফ আল-বারবাহারী তাকে বারবাহারের সাথে নিসবত করা হয়, যা ছিল ভারত থেকে আমদানিকৃত ঔষধ। তার জন্ম কিংবা শৈশব সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তিনি বাগদাদে জন্মগ্রহন করেন এবং সেখানেই লালিত পালিত হন। বিদ্বানগণের মধ্যে না হলেও জনসাধারণের মধ্যে তার একটি খ্যাতি ছাড়িয়ে পরে।
অধিকন্তু আল-বারবাহারী আহলে সুন্নাহ ওয়াল জামআর ইমাম আহমাদ ইবনু হানবালের রহি. একদল সঙ্গীগণের দারসে বসেন। তিনি তাদের নিকটে পড়াশোনা করেন যাদের বেশির ভাগই বাগদাদ থেকে এসেছিল। আল-বারবাহাকী এমন এক পরিবেশে বেড়ে উঠেছিলন সেখানে জ্ঞান এবং সুন্নাহর ব্যাপক চর্চা হচ্ছিল। যা তার ব্যক্তিত্বের উপর বিশাল প্রভাব ফেলেছিল।
আল-বারবাহারীর জ্ঞান অন্বেষণের প্রতি ছিল প্রবল ঝোঁক, আর প্রচন্দ চেষ্টার মাধ্যমে তা তিনি অর্জন করেন। তিনি আহমাদ ইবনু হানবালের জ্যেস্ঠ ছাত্রদের নিকটে জ্ঞান অর্জন করেন, কিন্তু অপ্রত্যাশিত ভাবে দুজন ব্যতীত তাদের বেশিরভাগ সম্পর্কে জানা যায় না- (1) আহমাদ ইবনু মুহাম্মাদ ইবনু হাজ্জাজ ইবনু আব্দুল আজিজ; যিনি আবু বকর আল-মারওয়াযি নামে পরিচিত।
এই বই সম্পর্কিত আর বই দেখুনঃ
- ইমাম মুহাম্মাদ রহিমাহুল্লাহ pdf বই ডাউনলোড
- তাহকীক সুনান ইবনু মাজাহ pdf বই ডাউনলোড
- তাহকীক সুনান ইবনু মাজাহ ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- তাহকীক সুনান ইবনু মাজাহ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
১জন ন্যায় নিষ্ঠ ইমাম, আলিম, মুহাদ্দিস, আর ইমাম আহমাদের মত বিদ্বানের ছাত্র ছিলেন। তিনি ২৭৫ হিঃ ৬-ই জুমাদুল-উলায় মৃত্যুবরণ করেন। (২) সাহল ইবনু আব্দুল্লাহ ইবনু ইউনুস আত-তুসতুরী; আবু মুহাম্মাদ। একজন ইমাম, জাহিদ ব্যক্তিত্ব, বহু বিদ্বান তার থেকে বিভিন্ন বর্ণনা এবং ঘটনা সংগ্রহ করেছেন। ৮০ বছর বয়সে ২৮৩ হিঃ সনের মুহরমে মৃত্যুবরণ করেন।
যদি তুমি দেখ বাগদাদের কোন লোককে !!!!
এখন জানব ইমাম কেমন ছিলেন:- আল-বারবাহাকী রহঃ ছিলেন একজন দুর্দান্ত জবরদস্তু ইমাম, যিনি ছিলেন সত্যপন্থী একজন বক্তা, সুন্নাহর দিকে আহবানকারী এবং হাদীছের অনুসরনকারী। তিনি শাসকদের নিকটে লোকজন জড়ো হতো হাদীছ, বিভিন্ন বিবরণ এবং ফিকহ সংগ্রহ করার উদ্দেশ্য। এই লোকজন তারা হাদীছ এবং ফিকহের অন্যান বিদ্বানগণের দারসেও যোগদান করত।
আবু-আব্দুল্লাহ বলেন, যদি তুমি দেখ বাগদাদের কোন লোককে, যিনি আবুল-হাসান ইবনু বাসআর এবং আবু মুহাম্মাদ আল বারবাহারীকে ভালোবাসে তাহলে জেনে রাখ সে সুন্নাহপন্থী। তার উচ্চ মর্যাদা সম্পর্কে তার ছাত্র ইবনু বাত্তাহ রহঃ বলেন, যখন লোকজন হজ্ব হতে দূরে থাকত তখন আমি তাকে বলতে শুনেছি-অর্থাৎ:- ইমাম বারবাহাকী বলেন, হে লোকসকল! তোমাদের যদি কারও প্রয়োজন হয় শত হাজার দিনার, শত হাজার, দিনার, শত হাজার দিনার, এভাবে পাচঁ বার-তাহলে আমি তাকে সাহায্য করব। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তাওফিক দান করুক আমিন।
নিচে শারহুস সুন্নাহ ইমাম আল-বারবাহাকী রহিমাহুল্লাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.09 MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ | ডা. আশিক আর নূর |