শিয়া আলেম ও মুসলিম আলেম বিরোধ pdf বই ডাউনলোড। এই নগন্য (শিয়া আলেম ও অধিকাংশ মুসলিম আলেমের মধ্যে বিরোধের বাস্তব চিত্র) পুস্তিকাটির উদ্দেশ্য ও লক্ষ্য হলো, সেসব ধর্মীয় মাসআলার ব্যাপারে খুব সাদাসিধে ও সংক্ষিপ্ত চিন্তাধারা পেশ করা।
যেসব মাসআলার ব্যাপারে শিয়া আলেমগণ অধিকাংশ মুসলিম আলোম ও বিজ্ঞজনদের সাথে মতবিরোধ করেছেন। বিশেষ করে আমি এই পুস্তিকাটি রচনা করেছি ঐ ব্যাক্তির জন্য, যিনি জানেন যে, সেখানে এই দুই গোষ্ঠীর আলেমদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে; কিন্তু তিনি এসব মতবিরোধের দৈর্ঘ্য-প্রস্থ সম্পর্কে জানেন না। এবং তার আগ্রাহ রয়েছে বেশি সময় ব্যয় না করে এই দুরত্ব বা দৈর্ঘ্য-প্রস্থ সম্পর্কে সাদামাটা চিন্তাভাবনা করার।
আরও ইসলামিক বই দেখুন:
- সন্তানের উপর পিতা মাতার হক গুলো কি কি?
- কার ইবাদত করব কেন করব pdf বই ডাউনলোড
- শিয়া ও মসজিদে আকসা pdf বই ডাউনলোড
- মক্কা মদীনার বাইরে আলেম নেই pdf বই ডাউনলোড
- পর্দা একটি বাস্তব প্রয়োজন pdf বই ডাউনলোড
এই পুস্তিকাটি রচনার আরও লক্ষ্য হলো, ঐসব ব্যাক্তিদেরকে পর্যালোচনা করা, যারা এই দুনিয়া ও পরকালের সফলতার ব্যাপারে তাদেরকে সহযোগীতা করতে পারে এমন চূড়ান্ত অবস্থান গ্রহণ না করেই এই বিষয়টিকে কেন্দ্র করে হতবুদ্ধিদের মত অবস্থান গ্রহণ করেছে।
অতঃপর, সৎকাজের আদেশ করা ও অসৎ কাজের নিষেধ করা দীনের বৃহত্তর ভিত্তি এবং গুরুত্বপূর্ণ বিষয়। যার জন্য আল্লাহ তায়ালা নবী রাসূলদের প্রেরণ করেছেন। আর তিনি যদি সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধের ব্যাপকতাকে ঘুটিয়ে নিতেন এবং তার জ্ঞান অর্জন ও আমল করার বাধ্যবাধকতাকে উপেক্ষা করতেন। তাহলে নবুয়তের ধারা বন্ধ হয়ে যেত। ধর্মবিশ্বাস বিলুপ্ত হয়ে যেন।
অজ্ঞতা প্রসার লাভ করত। পথভ্রষ্টতা ছড়িয়ে পড়ত। মূর্খতা বিস্তৃত হয়ে পড়ত। বিশৃঙ্খলা প্রকট আকার ধারণ করত। জনশূন্যতা বেড়ে যেত। দেশ আক্রান্ত হত। জনগণ ধ্বংস হত। আর তারা আর্তনাত দিবসের পূর্বে ধ্বংসের কারণ উপলব্দি করতে পারতো না।
নিচে শিয়া আলেম ও মুসলিম আলেম বিরোধ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
মূল লেখকঃ সা’ঈদ ইসমাইল অনুবাদঃ মোঃ আমিনুল ইসলাম প্রথম প্রকাশঃ সর্বশেষ প্রকাশঃ বইয়ের ধরণঃ আকিদাগত মতবাদ সাইজঃ ১.৫২ MB প্রকাশকঃ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ