শুধু তারঁই ইবাদত pdf বই ডাউনলোড। মাথার উপর আসমান, পায়ের নীচে জমীন। এই দুয়ের মাঝে আছে অসংখ্য সৃষ্টি। এসব আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। মানুষের জন্য। এজন্য সুর্য আমাদেরকে আলো ও তাপ সর্বরাহ করে। রাতের অন্ধকারে চাদঁ দেয় কিরণ। খেতের সফল, নদী-নালার মাছ ও বিভিন্ন স্থলজ প্রাণী আমাদের ক্ষুধা নিবারণ করে। পানি আমাদের তৃষ্ণা মেটায়। বাতাস আমাদের জীবন সচল রাখে।
প্রশ্ন হচ্ছে দুনিয়ার সবকিছু মানুষের জন্য< তা হলে মানুষ কীসের জন্য? এই প্রশ্নের জওয়াব আল্লাহ কুরআন মাজীদে এভাবে দিয়েছেন- আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদাত করার জন্য (সূরা যারিয়াত:৫৬)। কিন্তু মানুষ তার সৃষ্টিরহস্য ভুলে গেছে। তারা এখন দুনিয়ার উপার্জন নিয়ে ব্যস্ত। এমন কি যেই মুসলমানের কাছে কুরআন মাজীদ নাযিল করা হয়েছে, তারাও।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মা ও বাবা pdf বই ডাউনলোড
- ইমাম আযমের কাহিনী pdf বই ডাউনলোড
- মা বাবা ও আজকের সমাজ pdf বই ডাউনলোড
- বাবা আমার বিয়ের ব্যবস্থা করুন pdf বই ডাউনলোড
- আট শহীদের বাবা pdf বই ডাউনলোড
উলামায়ে কেরাম তাদেরকে বিভিন্ন পন্থায় মূল কাজে ফিরে আসার জন্য আহ্বান করছেন। যেসব আলেমে দীন এই সময়ে ইসলামের দাওয়াতী কাজে খুব জোরদার মেহনত করছেন, তাদেঁর মধ্যে সৌদী আরবের ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী অন্যতম।
একটি ঘটনাবলীঃ এক ডাক্তার আমার নিকট ঘটনাটি বর্ণনা করেছেন। একবার তিনি একটি আইসিইউ রুমে এক রোগীর নিকট গিয়েছিলেন। গিয়ে দেখেন, এক অশীতিপর বৃদ্ধ পড়ে আছেন বেডের সাদা চাদরের ওপর। মুখটা যেন নুরে চমকাচ্ছে। ডাক্তার সাহেব বলেন, আমি তার ফাইলটা উল্টিয়ে দেখছিলাম। তার হার্টের অপারেশন হয়েছিল। রক্তক্ষরণে তার দেহ বেশ দুর্বল হয়ে পড়েছে। মস্তিষ্কের একটি রগ অকার্যকর হয়ে গেছে। ফলে সম্পূর্ণ অজ্ঞান হয়ে আছে তিনি। নানা রকম যন্ত্রপাতি দেহে লাগানো। সেগুলোর একটি তার মুখে কৃত্রিম শ্বাসের ব্যবস্থা। প্রতি মিনিটে নয়বার করে কৃত্রিম শ্বাস আসা-যাওয়া করছে।
পাশেই তার এক ছেলে বসা। তাকে জিজ্ঞাসা করে জানলাম, তার বাবা অনেক বছর ধরে এক মসজিদের মুআয্যিন ছিলেন। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। হাত নাড়ালাম; চোখের পাতা নাড়ালাম, কথা বললাম কোনো সাড়া নেই। তার অবস্থা খুব-ই সংকটাপন্ন। তার কানের কাছে মুখ নিয়ে তার ছেলে কথা বলতে লাগল। কিন্তু কোনো সাড়া নেই্। ছেলে বলছিল, বাবা! আম্মু ভাল আছেন।
ভায়েরাও ভাল আছেন। মামা সফর শেষ করে দিশে ফিরেছেন। ছেলে বলে যাচ্ছিল! অবস্থা আগের মতই-বৃদ্ধের কোনো সাড়া নেই। মেশিন প্রতি মিনিটে নয়বার করে শ্বাস পরিচালনা করতে পারছে। হঠাৎ ছেলে বলে উঠল, বাবা! মসজিদ আপনার অপেক্ষায় আছে অমুক ছাড়া কেউ সেখানে আযান দিচ্ছে না। তার আযানে অনেক ভুল। মসজিদে আপনার জায়গা খালি পড়ে আছে। বইটি পড়তে চাইলে ডাউনলোড করতে পারেন।
নিচে শুধু তারঁই ইবাদত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 31.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ডাঃ মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফী |
অনুবাদঃ |