শেষ জামানা pdf বই ডাউনলোড। শেষ জামানা বলতে বুঝায়, যে জামানার শেষ কালেই চূড়ান্ত মহাপ্রলয় বা কিয়ামত সংঘটিত হবে। আরো অনেক বিষয় আছে যা কারণ হিসেবে বলা যায়, যাতে মানুষকে গাফেল বানানো হয়েছে এই শেষ জামানা সম্পর্কে। রসূল ও তার সাহাবীগণ আমাদের বর্তমান জামানার বিষয়ে আগে থেকেই জানিয়ে গিয়েছেন এবং সেই সকল আলামতও যা শেষ জামানায় ঘটবে।
হাদিসে এসেছে- ইয়াকুব ইবনু ইবরাহীম আদ দাওরাকী ও হাজ্জাজ ইবনু আশ শাইর (রহঃ) …….
আবূ যায়দ (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রসূলুল্লাহ আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। তারপর মিম্বারে আরোহণ করে ভাষণ দিলেন। পরিশেষে যুহরের সালাতের সময় উপস্থিত হলে তিনি মিম্বার হতে নেমে সালাত আদায় করলেন। তারপর পুনরায় মিম্বারে উঠে তিনি ভাষণ দিলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- পরকালের সম্বল pdf বই ডাউনলোড
- বিয়ে pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
এবার আসরের সালাতের ওয়াক্ত হলে তিনি মিম্বার থেকে নেমে সালাত আদায় করে পুনরায় মিম্বারে উঠলেন এবং আমাদেরকে লক্ষ্য করে খুতবাহ্ দিলেন, এমনকি সূর্যাস্ত হয়ে গেল, এ ভাষণে তিনি আমাদেরকে পূর্বে যা ঘটেছে এবং ভবিষ্যতে যা ঘটবে ইত্যকার সম্বন্ধে সংবাদ দিলেন। তিনি (বর্ণনাকারী) বলেন, যে লোক এ কথাগুলো সর্বাধিক মনে রেখেছেন আমাদের মধ্যে এ সম্বন্ধে তিনিই সবচেয়ে বেশী জানেন।-
(সহীহ, সহীহুল মুসলিম হাঃ একাঃ ৭১৫৯-(২৫/২৮৯২) [ইঃ ফাঃ ৭০০৩, ইঃ সেঃ ৭০৬০])
আমরা সেই সকল হাদিস পড়লে বুঝতে পারি যে আমরাই শেষ জামানার অধিবাসী। আমাদের থেকে কেয়ামতের দূরত্ব খুবই কম। দুনিয়ার চাকচিক্য ও বিধর্মীদের প্রভাব আজ এতই প্রকট যে সাধারণ মুসলিমরা এমনকি আলিমগণও এখন এই বিষয়ে গাফেল। আমরা যে শেষ জামানায় আছি তা অনেকেই মানতে চায় না। তারা দুনিয়ার মোহে এবং দীর্ঘ বছর জীবিত থাকার স্বপ্নে বিভোর।
তাদের এত সুন্দর করে গুছানো দুনিয়া যে নষ্ট হয়ে যাবে তা তারা শুনতেও চায় না। এছাড়াও রয়েছে অন্ধকার ফিতনা। আমরা বুঝতে পারছি না যে কোনটি ইসলামের সঠিক পথ ও পন্থা। কারণ বর্তমানে দেখা যায় বিভিন্ন ফিরকা, শত বিভক্তি, সত্য গোপন, দরবারী আলেম কর্তৃক কুরআন-হাদিসের অপব্যাখ্যা, বিশেষ করে ফরজ বিধান জিহাদের অপব্যাখ্যা ও জালিম শাসকের পক্ষে ইসলাম বিরোধী ফতোয়া।
আমরা ইসলাম ছেড়ে যে অন্য জীবনব্যবস্থা গ্রহণ করে আছি আর মনে করছি যে সঠিক ইসলামই পালন করছি, এটাও এই জামানার এক ভয়াবহ ফিতনা। তবে আমরা যদি শেষ জামানা সম্পর্কে জ্ঞান রাখতে পারি তাহলে এরকম সকল ফিতনা থেকে বাঁচতে পারবো, ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে সে বিষয়ে সঠিক জ্ঞান থাকলেই তা কেবল সম্ভব। শেষ জামানা বইটি যদি আরও পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে শেষ জামানা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | আখেরী জামানা বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 10.2 MB |
প্রকাশ সাল | ২০১৯ সাল |
বইয়ের লেখকঃ | শাইখ নাজমুস সাকিব আল-হিন্দী |
বইয়ের অনুবাদকঃ |