শো আপ pdf বই ডাউনলোড। সদ্য দ্বীনে ফেরা বোনদের মধ্যে একটা সাধারণ ব্যাপার খুব লক্ষ করা যায় আমি যেহেতু পর্দা করি, আমার জন্য সব না-জায়েজ! সাজগোজ করা যাবে না, বিনোদন নেওয়া যাবে না, বাহিরে খেতে যাওয়া কিংবা ঘোরাঘুরি করাও নিষিদ্ধ মাস ছয়েক পর, আচানক আয়সার সামনে দাড়িঁয়ে আমাদের চক্ষু চড়কগাছ এটা কে! রুক্ষ চুল, মলিন চেহারা, কালসেঁটে চোখ। অসম্ভব, এই মানুষটা কখনোই আমি হতে পারি না!
এবার তক্কে তক্কে থাকা শয়তান আমাদের মোক্ষম কানপড়া দেয় স্রেফ দ্বীনে ফেরার কারণেই তোমার এমনটা হয়েছে। দেখেছো, ইসলামে কোনো আনন্দ নেই, তোমার নিজের বলতে কিছু নেই, সব কিছুতেই শুধু বারণ আর বারণের ছড়াছড়ি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হাজী শরীয়তুলাহ pdf বই ডাউনলোড
- আল্লাহর অনেক নাম pdf বই ডাউনলোড
- কোরআন দিয়ে নিজের চিকিৎসা pdf বই ডাউনলোড
- আপনার খুতবা কি শরয়ী খুতবা হচ্ছে pdf বই ডাউনলোড
- আল্লাহ আপনাকে দেখছেন pdf বই ডাউনলোড
তাই দ্বীনের ফিরেছো তো মেরেছো, বোঝো এবার ঠ্যালা। কিন্তু করতে গেলেও আশপাশ থেকে আমরা তাচ্ছিল্য হাহাকার পাই ওমা, তুমি না পর্দা করো? এটা করো না কেন? ওটা করো কেন? একটা সময় পর আমরা হতাশ হয়ে পড়ি। হাল ছেড়ে দিয়ে অনিচ্ছাসত্ত্বেও ভাবতে থাকি দ্বীনের ফেরার জন্যই তাহলে নিজের সুখ-স্বাচ্ছন্দ্য খুইয়েছি।
মুসলিম নারীদের প্রেরণার বার্তা!!
একটা সহজ কথা বলি বোন। ইসলাম আপনাকে গায়রে মাহরাম থেকে নিজের সৌন্দর্য আড়াল করতে বলেছে, নিজের যত্ন নিতে, স্বামীর জন্য সাজতে বারণ করেনি। ইসলাম আপনাকে মাহরাম ছাড়া সফর করতে বাধা দেয়; কিন্তু বেড়াতে যাওয়া হারাম করেনি। ইসলাম আপনাকে হারাম থেকে বাচঁতে বলেছে; হালাল বিনোদন থেকে পালিয়ে বাচঁতে বলেনি।
ইসলাম আপনাকে একটা গুন্ডির মধ্যে বেঁধে sdদিয়েছে ঠিকই, কিন্তু নিজের আসল সত্তাকে মেরে ফেলতে বলেনি। মনে রাখবেন, আল্লাহ আপনাকে স্বতন্ত্রভাবে সৃষ্টি করেছেন, রেখেছেন একটা সুনির্দিষ্ট লক্ষ্যও । এই দুনিয়াতে আপনার প্রয়োজনীয়তা আছে।
লেখিকা নাইমা বি, রবার্ট-এর ’শো-আপ’ বইটি দ্বীনি বোনদের জন্য আশীবার্দ- স্বরূপ । যারা নিজেকে আর খুজেঁ পাচ্ছে না, একটা মুখোশের আড়ালে সবসময় নিজেকে লুকিয়ে রাখেন, মনে হাজার স্বপ্ন, শখ থাকা সত্ত্বেও নানান অজুহাতে নিজেকে আড়াল করেন তাদের জন্য বইটি অবশ্যই পাঠ্য। এবং বইটি মুসলিম বোনদের অনেক উপকৃত হবেন আশা করছি। যদি বইটি সম্পূর্ণ পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে শো আপ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 12.2 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | নাইমা বি রবার্ট |
অনুবাদকঃ | মারইয়াম শারমিন |