ষাঁড়নামা
ষাঁড়নামা pdf বই ডাউনলোড। শুরুতেই গণিত অলিম্পিয়াড ও সৃজনশীল শিক্ষাপদ্ধতির মতো আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য উনাকে ধন্যবাদ জানাই। এবং অবশ্যই উনি এই ক্ষেত্রে ধন্যবাদ পাওয়ার দাবিদার।
আমাদের দেশের ছেলে-মেয়েরা ছোটবেলা থেকে যার বই পড়ে বড় হয়, যার বইয়ের প্রতিটি কথা তাদের মননে গেথেঁ যায় তিনি হলেন জাফর ইকবাল। আমি নিজেও স্কুল লাইফে থাকার সময় টেক্সই বইয়ের উপরে তার বই রেখে পড়তাম। আম্মু আসলেই লুকিয়ে টেক্সট বই পড়ার ভান করতাম।
আরও দেখুনঃ লেখা সংকলন 8 pdf বই ডাউনলোড
এতো সুন্দর করে লিখার ক্ষমাত তার এক বই পড়া শেষ হলেই আরেক বই পড়তে ইচ্ছা করে। এমন কোন ছেলে- মেয়ে পাওয়া যাবে না যে তার লিখা বই না পড়ে বড় হয়েছে। সমকালীন সকল লেখকের মধ্যে কিশোর বয়সীদের উপর তার আধিপত্য শীর্ষে। কলেজ লাইফে থাকাকালিন একদিন মসজিদের ইমাম হুজুর কুরআনের তাফসির করার সময় কথা।
প্রসঙ্গে বললেন আজকের ছেলে-মেয়েরা কুরআন হাদিস পড়ার পরিবর্তে হুমায়ুন আজাদ, জাফর ইকবালদের বই পড়ে ছোটবেলা থেকেই ব্রেইনওয়াশড হয়ে বড় হচ্ছে। পরে হুজুরের সাথে এই ব্যাপারে কথা বললে উনি আমাকে বিস্তারিত বলেন। কিন্তু আমার মাথায় কোনভাবেই ঢুকে না যে জাফর ইকবালের মতো একজন মানুষ কিভাবে ইসলামবিদ্বেষী হতে পারেন।
আরও দেখুনঃ লেখা সংকলন ২ pdf বই ডাউনলোড
তার বইয়ে তো ইসরামের বিরুদ্ধে সরাসরি কিছুই বলা নেই তারপরও কোন তার বিরোধিতা করা হয় ??? বছর দুয়েক ধরে প্রথম আলোতে লিখা তার কলামগুলো মনযোগ দিয়ে পড়া শুরু করি। সত্যিই তার মতো ধর্ত মানুষ বাংলাদেশে একটিও আছে কিনা আমার সন্দেহ আছে। কলমের খোঁচায় এতো নিপুণভাবে হিজাবের বিরোধিতা।
দাড়ি-টুপি – পাঞ্জাবীকে রাজাকারের প্রতীক এবং দুষ্ট লোকের প্রতীক হিসেবে উপস্থাপন খুব কম লেখকের পক্ষে লিখাই সম্ভব। এমনভাবে লিখে যে সাপও যেন মরে লাঠি ও যেন না ভাঙ্গে!! ধাচেঁর! উনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ থেকে শিক্ষা নিতে বলেন অথচ যুদ্ধের সময় তিনি একজন তরুণ ছিলেন।
আরও দেখুনঃ লেখা সংকলন ১ pdf বই ডাউনলোড
নিচে ষাঁড়নামা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 15.0 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ