সংক্ষেপে হেজবুত তৌহিদ পরিচিতি
সংক্ষেপে হেজবুত তৌহিদ পরিচিতি pdf বই ডাউনলোড। হেজবুত তাওহিদ কোনো ইসলামকে ধর্ম ব্যবসা আর আলিমদের ধর্ম ব্যবসায়ী বলে? হেজবুত তাওহিদের মুল উদ্দেশ্য বায়াজিদ পন্নি নামের এক জাহেলের এমামত্ব ও তার প্রতিষ্ঠিত নতুন এসলামের বৈধতা দেয়া। জাহেল পন্নি নিজেকে ইমাম মাহদির অনুরূপ মনে করে এমাম দাবি করেছে, যদিও এটা মুখে প্রকাশ করে নি।
কিন্তু তার এমামত্বের দাবি এবং নতুন এসলাম প্রতিষ্ঠার সংগ্রাম দেখে বোঝা যায়্ সরাসরি মাহদি দাবি করলে তো সবাই তাদের ভন্ডামি বুঝে ফেলবে যেজন্য তাদেরকে কৌশলী পন্থা অবলম্বন করতে হয়েছে আর এজন্য সে নিজেকে শুধু এমাম দাবি করেছে।
আরও দেখুনঃ শামের জিহাদ pdf বই ডাউনলোড
জাহেল পন্নি যে নিজেকে প্রতিশ্রুত মোজাদ্দেদ বা ইমাম মাহদি মনে করে এটা তাদের আরেকটা থিওরি দ্বারা প্রমাণ হয়। তারা মানবরূপী দাজ্জালের আগমনকে অস্বীকার করে। কারণ নস অনুসারে ইমাম মাহদি দাজ্জালের সাথে যুদ্ধ করবে। যেহেতু এখানে দাজ্জালের আগমন ঘটে নি ফলে জাহেল পন্নি দাজ্জালের সাথে যুদ্ধ কিভাবে করবে? এজন্য সে কল্পিত দাজ্জাল তৈরি করলো।
ইহুদী খ্রিষ্টান সভ্যতাকে দাজ্জাল নাম দিয়ে এর বিরুদ্ধে জেহাদ ঘোষনা করলো । দাজ্জালঃ ইহুদী খিষ্টান সভ্যতা নামে একটি বই লিখে সে ব্যাপক প্রচারণা চালাল। এভাবে সে নিজেরে এমামত্ব (মাহদিত্ব!) বাচঁতে ইসলামের অপব্যাখ্যা করল। একই পন্থা কাযযাব কাদিয়ানি অবলম্বন করেছিল। সে নিজেকে ইমাম মাহদি দাবি করেছিল,
আরও দেখুনঃ শাইখ কাসেম আর-রিমির শাহাদাৎ pdf বই ডাউনলোড
আর এজন্য সে ঈষা আঃ এর বেচেঁ থাকাও আগমনকে অস্বীকার করল, এবং নিজের মনমত ব্যাখ্যা সাজাল।এখন প্রশ্ন হচ্ছে হেজবুত তওহিদ কেনো ইসলামকে ধর্ম ব্যবসা বলে আর আলিমদের ধর্ম ব্যবসায়ী বলে? উত্তর হচ্ছে- কাযযাব পন্নির এই ইসলামবিকৃতি এবং।
নতুন এসলাম আদতে নতুন ধর্ম প্রতিষ্ঠার বিরুদ্ধে রুখে দাড়াঁবে আলেম সমাজ ও দ্বীনদাররা। যাদের ইসলামের সাধারণ বুঝ আছে তারা বুঝতে পারবে জাহেল পন্নি আর তার অনুসারীদের ভন্ডামি। আর এ জন্য হেজবুতিরা ইসলামকে ধর্ম ব্যবসা বলে বাতিল করতে চাচ্ছে।
আরও দেখুনঃ আল্লাহর রাস্তায় যুদ্ধ রিসার্জেন্স pdf বই ডাউনলোড
নিচে সংক্ষেপে হেজবুত তৌহিদ পরিচিতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 5.90 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হাসান মির্জা অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ