সংসার ভাবনা pdf বই ডাউনলোড। হায়া বা শালীনতা অবশ্যই নারী-পুরুষ সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আবার এটা শুধু পোশাকেই সীমাবদ্ধ না; কথায়-কাজে সবকিছুতে শালীনতা প্রয়োজন। তবে নারীদের ক্ষেত্রে হায়ার বিষয়টি বিশেষ গুরুত্বের দাবিদার। আমরা যে যুগে বাস করছি, সেখানে শালীনতার ধারণাটােই যেন নিষিদ্ধ কোনো বস্তু। বিশেষ করে নারীর শালীনতা।
গড়পড়তা মুসলিম কিংবা অমুসলিম সবাই এই বিশ্বাস আত্মস্থ করে নিয়েছে। পশ্চিমে এখন যেসব নারী শালীনভাবে চলাফেলা করেন, তাদের দেখা হয় নিপীড়িত হিসেবে। মনে করা হয় তাদের মূল্যবোধ সেকেলে, বাস্তবতার সাথে সম্পর্কীহন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অধিকারীর অধিকার pdf বই ডাউনলোড
- বিদায় মাহে রমযান কিছু ভাবনা pdf বই ডাউনলোড
- আমার কিছু ভাবনা pdf বই ডাউনলোড
- কিশোর মনে ভাবনা জাগে pdf বই ডাউনলোড
- কুরাআনি ভাবনা pdf বই ডাউনলোড
এরা শরীর দেখাতে চায় না কেন? পরপুরুষদের সাথে যৌন-সম্পর্ক করে না কেন? নিশ্চয় কোনো সমস্যা আছে! মনে হয় ছোটকালে নিপীড়িত হয়েছিল । হুম! কিছু মুসলিম নারীও কিছুটা হলেও এই ফাঁদে পা দিয়েছেন। দেখােই যদি না যায়, তাহলে কীভাবে কি? এ নিয়ে তারা চিন্তিত। স্বাধীন হতে উদগ্রীব। ভদ্রভাবে চললে মানুষ ভীতু এবঙ লাজুক মুসলিম নারী ভেসে বসে কি না, এই ভয়ে থেকে ইচ্ছে করেই হাকঁডাক করে কথা বলেন।
উইলিয়ামস কলেজের শিক্ষার্থী থাকাকালে ওয়েন্ডি চরম বিপাকে পড়ে যান। জীবনে প্রথমবারের মতো দেখতে পান কোনো প্রতিষ্ঠানে নারী-পুরুষের জন্য একই বাথরুম। প্রকাশ করেন এবং সহজাত অস্বস্তিবোধের কথা। সমাজে নারী-পুরুষ মেলা-মেশা স্বাভাবিকীকরণের বিপদ নিয়েও কতা বলেন তিনি। তিনি ২৩ বছর বয়সে এই বইটি লিখেছেন।
লেখক প্রশ্ন রেখেছেন ”যৌন শালীনতাকে মানুষ এত ভয় পায় কেন যে, এর কথা শুনলেই নির্যাতন বা বিভ্রান্তির অভিযোগ করে? যৌন অশালীনতার বাইরেও আরও নানা ধরণের উচ্ছৃঙ্খলতা আছে। যেমন; পোশাকের অশালীনতা, প্রদর্শনের অশালীনতা।
উদাহরণস্বরূপ বলা যায়, অতিছোট পোশাক, লাইভ-টুইটিং, ব্যক্তিগত মুহুর্তগুলোর ভাইরাল ভিতিও এবং স্বীকারোক্তিমুলক ব্লগিং এর কথা। এ সবাই নির্লজ্জতার উদাহরণ যদিও এর সাথে যৌনমিলনের সম্পর্ক নেই। দার্শনিক আইন রয়ান্ড এটিকে বলেছেন দেখিয়ে বেড়ানো তাড়না। ওয়েন্ডি শালিত এই কথাটিই ব্যাখ্যা করেছেন আরও বিশদভাবে। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে সংসার ভাবনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 8.97 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ড্যানিয়েল হাকিকাতযু শায়খ ইউনুস কাথরাদা |
অনুবাদকঃ | উম্মে খালিদ গুল আফশান |