সত্যিই কি নবী আমাদের মত pdf বই ডাউনলোড। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাকিকত বা সত্বাগত মুল পরিচয় সম্পর্কে না জানার কারণে অথবা এক শ্রেণির গোষ্ঠী জেনে বুঝে ইচ্ছে করেই রাসূল বিদেশী হওয়ার কারণে কুখ্যাত বেইমান, জাহান্নামী এজিদের পেতাত্বা হয়ে শয়তানের খেলাফত কায়েমের লক্ষে তাঁকে “আমাদের মত মানুষ” “সাধারণ মানুষ” অন্য দশজন সাধারণ মানুষেরই মতই রক্তে মাংসে গড়া, ভুল ভ্রান্তিতে ভরা একজন মানুষ ছিলেন বলে বিভিন্ন ভাবে প্রচারণা চালাচ্ছে। কেউ তাদের লেখনির মাধ্যমে আবার কেউবা মিডিয়ার মাধ্যমে। আবার অনেকে বিভিন্ন ওয়াজ মাহফিল গুলিতে । আর তাদের এই বাতিল মতবাদ বা আক্বিদা প্রতিষ্ঠার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে।
এই কাজে অগ্রণী ভূমিকা পালন করছে সৌদি আরব সহ এদেশের বহু ইয়াহুদিদের এজেন্ট। ইয়াহুদিদের এজেন্টা হচ্ছে যে, করেই হোক ইসলামের নবী সম্পর্কে মোসলমানদের মাঝে এই মতবাদ আকিদা বা বিশ্বাস তৈরি করতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মত একজন সাধারণ মানুষ ছিলেন। তিনি বড় ভায়ের মত ছিলেন, মরে মাটির সাথে মিশে গেছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অনিঃশেষ আলো ১ম খন্ড pdf বই ডাউনলোড
- যঈফও জাল হাদিস ২য় খন্ড pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- জিহাদ pdf বই ডাউনলোড
(নাওযুবিল্লাহ) এইসব জঘন্য মতবাদের মাধ্যমে মোসলমানদের মন থেকে তাঁর মুহাব্বত ভালবাসা দূর করে দিতে হবে। ইয়াহুদিদের ধারণা তবেই মোসলমানদের শক্তি কমে যাবে। কারণ মোসলমানদের মুল শক্তিই হচ্ছে কুল ক কায়েনাতের রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই শক্তির বলে মোসলমানগণ গোটা পৃথিবীকে একদিন শাসন করেছিল।
আল্লামা রুমি (রঃ) এবং ইকবাল (রঃ) উভয়ে একই রকম শুরে বলেছেন ঈমান ইসলাম সম্পর্কে ঃ
مغز قران روح ایمان جان دین حست حب رحمة للعالمين . কুরআনের মূল, ঈমানের আত্বা ও দ্বীনের প্রাণ, মূলত রহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৷ সুফি সম্রাট আল্লামা রুমি এবং আশেকে নবী আল্লামা ইকবাল (রঃ) মুসলমানদের শক্তির মূল রহস্য যেমন উপলব্ধি করেছেন ইসলামের শত্রুরাও বুঝতে পেরেছে এই শক্তিকে দুর্বল করতে হলে এদেরকে ইশকে রাসুল থেকে দূরে ঠেলে দিতে হবে।
আর ইশকে রাসুল থেকে মোসলমানদের দূরে রাখতে হলে ইসলামের নবীকে সাধারণ মানুষের মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে। একাজটা সঠিক ভাবে করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে করতে হবে আর তাই ইসলামের শত্রুরা মুসলমানদের প্রাণকেন্দ্র সৌদি আরবে ওহাবী প্রশাসনকে ক্ষমতায় বসিয়ে এদের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসব জঘন্য মতবাদ গুলি প্রচার করছে এবং এজন্য কুটি কুটি টাকা ব্যয় করছে। আগে যদিও এদের বিভ্রান্তিমূলক কর্মকান্ড এত দেখিনি আমরা।
নিচে সত্যিই কি নবী আমাদের মত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 33 MB |
প্রকাশ সাল | ২০১৫ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মোস্তাক আহমাদ |
বইয়ের অনুবাদকঃ |