সদকা খয়রাত pdf বই বই ডাউনলোড। সর্বদা সদকা-খয়রাত করা মানে এ সংক্রান্ত আল্লাহর নির্দেশ পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ক করা; আল্লাহ তাআলা বলেন, হে রাসূল তুমি আমার মুমিন বান্দাদেরকে বলে দাও, যেন তারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারঁই পথে ব্যয করে, সে দিন আসার পূর্বে যে দিন ক্রয়-বিক্রয় এবং বন্ধুত্ব বলতে কিছুই থাকবে না। (সূরা ইবরাহীম, আয়াত: ১)।
আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান আনো এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী বানিয়েছেন তা থেকে কিছু তারঁ রাস্তায় ব্যয় করো। অতএব তোমাদের মধ্যে থেকে যায় আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান এনেছে এবং তারঁ রাস্তায় নিজেদের ধন-সম্পদ ব্যয় করেছে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার।(সূরা আল-হামীদ, আয়াত; ৭) ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- যাকাতের আইন ও দর্শন pdf বই ডাউনলোড
- ইসলামী বিবাহ pdf বই ডাউনলোড
- আল কুরআনের বিষয় ভিত্তিক আয়াত pdf বই ডাউনলোড
- ইকামাতুস সালাত pdf বই ডাউনলোড
- আল্লাহর পথে দাওয়াত pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলার পথে সদকা-খয়রাত করলে তা বহু গুণে পাওয়া যায়; আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কে আছে, যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবে তথা আল্লাহ তাআলঅর পথে সদকা করবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে তা বহু বহু গুণে বাড়িয়ে দিবেন। বস্তুতঃ আল্লাহ তালােই কাউকে আর্থিকভাবে স্বচ্ছল ও অস্বচ্ছল করেন এবং তারঁ দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। (সূরা আল-বাকারা, আয়াত: ২৪৫)।
আল্লাহ তাআলা আরো বলেন, যারা আল্লাহ তাআলার পথে নিজেদের ধন-সম্পদগুলো ব্যয় করে তাদের উপমা যেমন একটি শস্য বীজ। যা থেকে উৎপন্ন হয়েছে সাতটি শীষ। প্রত্যেক শীষে রয়েছে শত শস্য। আর আল্লাহ তাআলঅর যায় জন্য ইচ্ছে করবেন তাকে আরো বাড়িয়ে দিবেন। বস্তুতঃ আল্লাহ তাআলা হচ্ছেন মহান দাতা ও মহাজ্ঞানী।
যারা আল্লাহ তাআলার পথে নিজেদের ধন-সম্পদগুলো ব্যয় করে এবং সে জন্য কাউকে খোটাঁও দেয় না, না দেয় কষ্ট। তাদের জন্য রয়েছে তাদের প্রভুর পক্ষ থেকে বিশেষ পুরস্কার। বস্তুতঃ তাদের কোনো ভয় নেই এবং তারা কখনো চিন্তাগ্রস্ত ও হবে না। (সূরা আল-বাকারা, আয়াত: ২৬১-২৬২)।
তিনি আরো বলেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দান করো তথা তারঁ পথ সদকা-খয়রাত করো তা হলে তিনি তোমাদেরকে তা বহু গুণে বাড়িয়ে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। বস্তুতঃ আল্লাহ তাআলা মহা গুণগ্রাহী ও অত্যন্ত সহনশীল। (সূরা আত-তাগাবুন, আয়াত:১৭ )।
নিচে সদকা খয়রাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.28 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয |
অনুবাদঃ |
বিঃ দ্রঃ এটি একটি শর্ট পিডিএফ, মূল পিডিএফ পাওয়া গেলে আপডেট করে দেওয়া হবে।