সবুজ কবীরের কিছু লেখা
সবুজ কবীরের কিছু লেখা pdf বই ডাউনলোড। রথযাত্রা, লোকরণ্য, মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব-হাসে অন্তর্যামী।
রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় শত বর্ষ পূর্বে লিখেছিলেন এই কবিতা। আজকেও এর আবেদন ফুরিয়ে যায়নি! রথযাত্রা উপলক্ষে সারা চট্টগ্রাম শহরেই প্রচন্ড জ্যাম। ব্লাড টেষ্ট এর জন্য রক্ত দিতে বের হয়ে মোটমুটি দেড়ঘন্টার কাজে সময় লাগল কিবাল ৫ টা থেকে রাত ৯টা! ধর্মিয় উৎসব উপলক্ষে এমন জনজীবন সমস্যা সৃষ্টি আমাদের যেন গা সওয়া হয়ে গেছে।
আরও দেখুনঃ সাজিদ করিম ভাইয়ের কয়েকটি লেখা pdf বই ডাউনলোড
জশনে জূলুস, তাজিয়া কিংবা রথযাত্রা কোনটাই কোন ধর্মের বেসিক কোন ইবাদত নয়। এমনকি অনুমোদিত উৎসব ও নয়। তবুও এগুলিকে সমর্থন করা যায় তা যদি জনজীবনে কোন অসুবিধার সৃষ্টি না করে রথযাত্রার সাথে জড়িত মহাভারতের প্রধান চরিত্র শ্রীকৃষ্ক।
কৃষ্ণ, তা ভাই বলদেব ও বোন সুভদ্রা কে নিয়ে মাসির বাড়ি যাচ্ছেন এটাই হল রথযাত্রার বক্তব্য। এটা প্রধানত অনুষ্ঠিত হত উরিষ্যার পুরি শহরে । পুরির জগন্নাথ মন্দির থেকে এদের তিনজন এর মুর্তি প্রথমে গুচিন্ডা মন্দিরে নিয়ে যাওয়া হত পরে ফিরিয়ে আনা হত নয়দিন পর। এই ফিরিয়ে আনার দিনের রথযাত্রা কে বলা হয় উল্টোরথ।
আরও দেখুনঃ তোয়াহা ভাইয়ের কয়েকটি স্ট্যাটাস pdf বই ডাউনলোড
পুরির জগন্নাথ মন্দিরের এই রথযাত্রা উৎসব এখন বিশ্বের হিন্দু ধর্মাবলম্বিদের একটি প্রধান উৎসব ও তির্থস্থান। দির্ঘদিন ধরেই এই উৎসব চলছে। পনের শতক এর শেষ দিকে বাংলাদেশে শ্রী চৈতন্যের একটি হিন্দু সামাজিক সংস্কার আন্দোলন এর সৃষ্টি হয়। এই আন্দোলন এর উদ্দেশ্য ছিল নিন্ম বর্নের।
হিন্দুরা যে উচ্চবর্ণের অত্যাচারে ইসলামধর্মের দিকে আকৃষ্ট হচ্ছিল তা রোধ করা। শ্রী চৈতন্য এই মতবাদে প্রধান দেবতা হিসাবে নিয়ে আসেন শ্রী কৃষ্ণকে এবং তার সাথে আরোপ করেন তার প্রেমিকা চরিত্ররাধা কে দেবি হিসেবে। যদিও মহাভারত বা পুরানো কৃষ্ণর স্ত্রী বা প্রেমিকার তালিকায় রাধার অস্তিত্ত নেই।
আরও দেখুনঃ অতিথি পাখির কান্না pdf বই ডাউনলোড
নিচে সবুজ কবীরের কিছু লেখা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ বাংলা সাহিত্য বইয়ের সাইজঃ 17.9 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ