সভ্য পৃথিবীর ঋন স্বীকার pdf বই ডাউনলোড। এই পৃথিবীর দিকে একটু তাকান, এখানে আমাদের বসবাস। সকলেই এখানে স্বীয় বিশ্বাস, রুটি, যোগ্যতা ও উপায়-উপকরণ ব্যবহার করে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে। স্বদেশবাসী শুধু নয় বরং সমকালীন সকলের সাথে ভদ্র ও মার্জিত শান্তি ও সুখময় জীবনযাপনে আমরা অভ্যস্ত।
এর সাথে সাথে জ্ঞার্নাজন ও জ্ঞান বিতরণে, রচনা ও গবেষণা, অভিজ্ঞতা ও আবিস্কারের সুপরিসর ক্ষেত্রে ও আপন মর্যাদা ও যোগ্যতা অনুযায়ী সকলের অংশগ্রহণ লক্ষ্যনীয় । তদুপরি এ জীবনধারা ও সমাজব্যবস্থাকে আরো নিরাপদ, সুন্দর ও শান্তিময় ।
আরও দেখুনঃ হারাম ও কবীরা গুনাহ দৃত্বীয়াংশ pdf বই ডাউনলোড
এবং অধিক উন্নত ও প্রগতিশীল করার দুর্জয় আকাংখাও সকলের মনে বিরাজমান। কিন্তু এ দুনিয়া, এ ভূলোগলেক এবং আমাদের এ বাসভূমি সবর্দা এমন শান্ত-সংযত, ভারসাম্যপূর্ণ এবং সহনশীল ও উদার ছিল না। বুদ্ধিবৃত্তিক অবদান ও গঠনমূলক কর্মকান্ড সম্পাদন, আপন বিশ্বাস ও চিন্তাধারার আলোকে জীবন-যাপন।
পরস্পরের স্বীকৃতি ও সৌজন্য প্রদর্শন এবং সহাবস্থান তথা Co-Existence -এর এমন উপযুক্ত পরিবেশ যে এ পৃথিবীতে সর্বদা বিরাজমান ছিল, এমন নয়। এ ভূখন্ডে বসবাসরত মানবজাতির অনেক বার আত্মহননের পথ বেছে নিয়েছিল। পৃথিবীর ইতিহাসে এমন অনেক যুগ এসেছে যখন মানুষ বেচেঁ থাকার অধিকারটুকুও খুইয়েছিল। মানবিক অনুভূতি ও বিবেক বিসর্জন দিয়ে তারা হয়ে উঠেছিল।
আরও দেখুনঃ পূণ্যবতীর সন্ধানে pdf বই ডাউনলোড
নির্বোধ প্রাণী ও রক্তপায়ী মানুষখেকো হিংস্র জানোয়ারের অনুরূপ। সভ্যতা ও সংস্কৃতি, জ্ঞান ও শিল্প, নৈতিকতা ও মূল্যবোধ, আইন ও ব্যবস্থাপনা, নীতিমালা ও নিয়ম-কানুন সবকিছুই যেন অন্তিম নিঃশ্বাস নিতে শুরু করেছিল। সকলেই অবগত আছেন যে, ইতিহাস সংকলনের কাজ অনেক বিলম্বে ঘটেছে এবং প্রাগৈতিহাসিক যুগ ঐতিহাসিক যুগের চেয়ে অনেকে অনেক দীর্ঘ ও বিশাল।
সর্বোপরি মানবতার তিরোধান ও পশুত্বের উত্থান-ইতিবৃত্ত এমন সুখকর ও গৌরবজনকও নয় যে, তার উপস্থাপন তৎপরতায় লেখক ও ঐতিহাসিকগণ আপন প্রতিভা ও মেধা নিঃশেষ করে দেবেন। এজন্যই মানবসমাজ সভ্যতা-সংস্কৃতি এবং শাসনতন্ত্র ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনাসমূহের পতন সংক্রান্ত ঐতিহাসিক ।
আরও দেখুনঃ নারীদের পবিত্রতার জরুরী বিধান pdf বই ডাউনলোড
নিচে সভ্য পৃথিবীর ঋন স্বীকার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল আশরাফ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.98 MB প্রকাশ সালঃ ২০০০ ইং বইয়ের লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহঃ অনুবাদঃ ইউসুফ নুরডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ