সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসুচী pdf বই ডাউনলোড। সমাজ সুন্দর না হলে মানুষ সুন্দরভাবে গড়ে উঠতে পারে না। পরিবার ও পরিবেশের প্রভাবে মানুষ প্রভাবিত হয়ে থাকে। শয়তান প্রতিনিয়ত সমাজ দূষণে রত থাকে এবং মানুষকে তার হাতিয়ার হিসাবে ব্যবহার করে। শেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমণের পূর্বে মক্কাসহ তৎকালীন বিশ্বাস সমাজ মনুষ্যত্বহীনতার জাহেলিয়াতে ডুবে ছিল।
মানুষ নিজ হাতে নিজের মনুষ্যত্ব হননে লিপ্ত ছিল। আল্লাহ পাক স্বীয় অনুগ্রহে তাদের মধ্য থেকেই একজনকে বাছাই করে শেষনবী হিসাবে প্রেরণ করেন (আলে ইমরাণ ৩/১৬৪)। যার মাধ্যমে তিনি পথহারা মানুষকে সত্য ও ন্যায়ের পথে ফিরিয়ে আনেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- দরসে তিরমিযী ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- ব্যাভিচার ও সমকাম pdf বই ডাউনলোড
- ব্যাভিচার ও সমকাম pdf বই ডাউনলোড
- পরকালের পাসপোর্ট pdf বই ডাউনলোড
কিন্তু তারঁ ও তারঁ খুলাফায়ে রাশেদীনের মৃত্যুর পর মুসলিম উম্মাহ পুনরাহ ফেরে আসা জাহেলিয়াতের দিকে ফিরে যেতে থাকা। বর্তমানে যা চরম অবস্থায় পৌঁছে গেছে। আধুনিক জাহেলিয়াতের ভদ্র লেবাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত মানবতা পর্যুদস্ত হচ্ছে যাতে যেকোন মুহুর্তে বিশ্ব ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে। এই পতিত অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে সেই পথে, যে পথের মাধ্যমে জাহেলী আরবের মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়েছিলেন এবং তরা বিশ্বনেতার আসনে সমাসীন হয়েছিলেন।
অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যুগে যুগে বহু সমাজ দরদী মানুষ নানাবিধ প্রচেষ্টা চালিয়ে গেছেন। যা সাময়িকভাবে সমাজে স্থিতি ফিরাতে সক্ষম হলেও স্থায়ী ফলদায়ক হয়নি। উক্ত লক্ষ্য সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ হতে যুগে যুগে নবী-রাসূলগণ আল্লাহর অহি-র আলোকে পথ দেখিয়ে গেছেন। কিন্তু স্বার্থপর মানুষ নবীগণের সেই নিঃস্বার্থ হেদায়াত নিজেদের জীবনের অধিকাংশ ক্ষেত্রে গ্রহন করেনি।
ফলে পৃথিবীর দিকে দিকে মানুষের হাতে প্রতিনিয়ত মানবতা পর্যুদস্ত হচ্চে। শেষনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ হতে অহি প্রাপ্ত হয়ে তাওহীদ, রিসালাত ও আখেরাত বিশ্বাসের ভিত্তিতে সমাজ সংস্কারে ব্রতী হন। যার পদ্ধতি ছিল পরিশুদ্ধিতা ও পরিচর্যা। যার মাধ্যমে ছিল দাওয়াত ও জিহাদ ।
মূলতঃ তাওহীদের মর্মবাণীকে জনগণের নিকটে পৌঁছে দেওয়া এবং শিরক ও বিদআতের বিরুদ্ধে সর্বমুখী জিহাদ-ই হল দ্বীন কায়েমের সঠিক পদ্ধতি। ২৩ বছরে ঝঞ্ঝাবিক্ষুব্ধ নবুঅতী জীবনে রাসূলুল্লাহ সাঃ জাতিকে যে বাস্তব নির্দেশনা দিয়ে যান, সেটাকেই আমরা সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী নাম দিয়ে আগামী বংশধরগণের উদ্দেশ্যে পেশ করলাম।
নিচে সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসুচী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.70 MB |
প্রকাশ সালঃ | ২০১৮ |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব |
অনুবাদঃ |