সহজে নেকি অর্জন pdf বই ডাউনলোড। মহান আল্লাহ এ পৃথিবী এজন্য সৃষ্টি করেছেন যে, তারঁ বান্দাগণ এখান থেকে নেক আমলের মাধ্যমে পরকালের সম্বল প্রস্তুত করবে। আর এমন কাজ করবে যার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। কিন্তু আমরা আজ দুনিয়ার কাজে এতটাই মশগুল যে, জীবনের আসল মাকছাদ ভুলতে বসেছি।
আমাদের সকাল সন্ধ্যা আজ ব্যয়িত হচ্ছে পার্থিব উন্নতি ও ভোগবিলাসের দৌড়ঝাঁপে। এই ব্যস্ততা ও দৌড়ঝাঁপে আল্লাহর অল্পসংখক বান্দাই আখেরাতের উন্নতির কথা খেয়াল রাখে। অথচ বাস্তব সত্য হলো যা কোনো নাস্তিকও অস্বীকার করতে পারে না। একদিন এ পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তবে যাওয়ার সময় নির্দিষ্ট নেই, বলা যায় না কখন ডাক এসে যায়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মৃত্যু মুমিনের শান্তি pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ২য় খন্ড pdf বই ডাউনলোড
- মহিলা বিষয়ক হাদীস সংকলন pdf বই ডাউনলোড
- ঈমানদীপ্ত দাস্তান ২য় খন্ড pdf ডাউনলোড
- ১২ মাসে করণীয় ও বর্জণীয় pdf বই ডাউনলোড
আখেরাতের উন্নতির জন্য ইসলাম যেভাবে চলতে বলে এবং যেসব পদ্ধতি অবলম্বন করতে বলে, বাস্তবে তা তেমন কঠিন কিছু নয়। বরং মানুষ যদি সেভাবে চলে এবং সেসব পদ্ধতি অবলম্বন করে, দুনিয়ার জীবনও হবে তার নিশ্চিন্ত ও নিরুদ্বিগ্ন। কিন্তু আজকাল মানুষের মস্তিষ্কে একথা বদ্ধমূল হয়ে গেছে যে ইসলামী বিধানমতে জীবনযাপন করা বড় কঠিন কাজ। এতে পার্থিব-সুখ-সুবিধা, আরাম-আয়েশ, সাধ-আহলাদ সব বিসর্জন দিতে হয়। ফলে অধিকাংশ মানুষই ধর্মীয় জীবনযাপন কঠিন মনে করে এ পথ মাড়ায় না ।
অথচ প্রথম কথা হলো ধর্মীয় বিধিবিধান মানা তেমন কঠিন কিছু নয়। আল্লাহর যেসকল বান্দা তাতে আমল করতে চান, আল্লাহ পক্ষ হতে তাাঁরা সাহায্যপ্রাপ্ত হন। তাঁদের দুনিয়া ও আখেরাত হয় সুশোভিত। [দ্বিতীয়ত] শরীয়তের বিধান মানা আপাতদৃষ্টিতে কঠিন মনে হলেও আখেরাতের অসীম সুখের তুলনায় তা কিছুই নয়।
জীবিকার জন্য মানুষ হাড়ভাঙ্গা পরিশ্রম করে, এতে তার কোনো আপত্তি নেই; কাজ না পেলে বরং তার দুঃখের সীমা থাকে না। কেননা সে জানে, এ কাজের বিনিময়ে তার খাদ্য আসে, ভরণপোষণের ব্যবস্থা হয়। তেমনি ইসলামী বিধানমেনে আমল করলে আখেরাতের এমন সব নেয়ামত পাওয়া যাবে দুনিয়াতে মানুষ যা কল্পনাও করতে পারে না। এত বড় প্রাপ্তির বিনিময়ে সামান্য কষ্ট তবুও কেনো এতো অস্থিরতা? ।
তৃতীয়ত: কিছু ইসলামী বিধান পালন করতে সামান্য কষ্ট হলেও আল্লাহ পাক অনেক আমল এমন রেখেছেন যা করতে তেমন কষ্ট হয় না। সময় যেমন বেশি লাগে না, খরচও নেই তেমন। সামান্য সচেতনতা চাই মাত্র। মানুষ যদি কিছুটা সচেতন হয় তেমন কোনো পরিশ্রম বা খরচ ছাড়াই। প্রতিনিয়ত তার আমলনামা সমৃদ্ধ হতে পারে। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে সহজে নেকি অর্জন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল ইসলাম |
বইয়ের ধরণঃ | আমল বিষয়ক |
বইয়ের সাইজঃ | 21.2 MB |
প্রকাশ সালঃ | ২০১৪ সাল |
বইয়ের লেখকঃ | মুফতি তকি উসমানি |
অনুবাদকঃ | মাওলানা ইবরাহিম খলিল |