সহজ পান্দ নামা pdf বই ডাউনলোড। শুধু মানবজাতিই নয় বরং সমগ্র সৃষ্টিই চায় শান্তি আর শান্তি। শান্তির নামের কাংখীত বস্তুর অন্বেষায় দিশেহারা হয়ে ছুটাছুটি করছে শিশু-কিশোর, আবাল, বৃদ্ধ-বণিতা সবাই, সর্বত্র। কিন্তু কোথায় সে শান্তি? কিসের মধ্যে লুকিয়ে রয়েছে তা? সুখ-শান্তি ও ভোগ-বিলাসের সমূহ উপায় উপকরণ যাদের করতলগত সত্যিই তারা কি লাভ করেছে শান্তি? না, আদৌ না।
বরং বস্তুবাদীরা শেষে কবির কণ্ঠে কন্ঠ মিলিয়েছেন যে,“সুখ-সূখ করে তুমি কেন কর হা-হুতাশ সুখ তো মিলেনা কোথা বৃথা সূখের আশ, পথিক মরুভূ মাঝে খুঁজিয়া বেড়ায় জল জলতো মিলেনা সেথা মরীচিকা করে ছল” ।
অবশ্য আল্লাহ ওয়ালাগণ এর ব্যতিক্রম উক্তি করেছেন। সন্ধান দিয়েছেন তাঁরা পরম সুখ ও অনাবিল শান্তিময় জীবনের।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
বস্তুতঃ যারা তাঁদের নির্দেশিত মত ও পথের অনুসারী হয়েছে তাঁরাই ইহ-পর জাগতিক সূখ-শান্তির অধিকারী হয়েছেন ।এখন কথা হল কোথায় কিভাবে মিলবে তা? তার উত্তর একটি মাত্র কথার মধ্যেই সেটি হল-একমাত্র স্রষ্টা আল্লাহ ও তাঁর রাসূলের [সঃ] আনুগত্যের মধ্যেই নিহিত রয়েছে সুখ-শান্তি ।
বক্ষমান এ পুস্তিকাতে আল্লাহর মহান অলী সূফী-সাধক আউলিয়াকূল শিরোমণি হযরত শায়খ ফরীদ উদ্দীন আত্তার [রঃ] মানব জাতিকে ইহ-পরজাগতিক সুখ-শান্তি লাভের সমূদয় পথ নির্দেশ করেছেন তাঁর অত্র ক্ষুদ্র পরিসর এ পুস্তিকায়।
সর্বস্তরের মানুষের জন্য রেখে গিয়েছেন তিনি এক মহা মূল্যবান উপহার । শতশত বৎসর যাবৎ তা সর্বস্তরের মানুষের জন্য বিশেষত মা’রেফত পন্থীগণের জন্যে তা এক রূহানী খোরাক রূপে পরিগণিত হয়ে আসছে।
ছোট্টবেলা যখন মধুর ভঙ্গিতে সুমিষ্ট সূরে অত্র কেতাবটি ক্লাসে পাঠ দেওয়া হতো
নিচে সহজ পান্দ নামা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আল আকসা প্রকাশনী |
বইয়ের ধরণঃ | কিতাব বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 5.52 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শায়খ ফরীদ উদ্দিন আত্তার |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা হাফিজুর রহমান যশোরী |