সহীহ মুসলিম শরীফ ২য়-খন্ড pdf বই ডাউনলোড। আবদুল কায়েস গোত্রের ১৪ জন সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল রসুলুল্লাহ সাল্লাহু আলাইহিস ওয়াসাল্লাম-এর খেদমতে উপস্থিত হন। এই দলের নেতা ছিলেন আশাজ্জ আল আছরী এবং দলের অন্যান্য সদস্যরা ছিলেন। মযীদাহ বিন মালেক আল মুহারিবী।
ওবাইদাহ বিন হুমাম আল মুহারিবী, ছহার বিন আব্বাস আল মুররী, আমর বিন মাহরুম আল আছরী , আল হারেছ বিন শুয়াইব আল আছরী, আল -হারেছ বিন জনদুব। অন্যান্যদের নাম অনুসন্ধানের পরও জানা যায়নি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মারেফুল হাদীস ৮ম খন্ড
- সহীহ মুসলিম শরীফ ৭ম খন্ড
- মুসলিম মিডিয়া নির্বাচিত লেখা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- তাহকীক সুনান ইবনু মাজাহ ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- তানভির আহমেদের নির্বাচিতলেখা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
তাহাদের আগমনের কারণ ছিল যে, বনী গনম বিন ওদীআ সম্প্রদায়ের মুনকিয বিন হইয়ান নামক এক ব্যক্তি জাহেলিয়্যাত যুগে অধিকাংশ সময় ব্যবস্থা-বাণিজ্যের উদ্দেশ্যে মদীনা মুনাওয়ারায় আগমন করিতেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় হিজরত করিবার পর একবার মুনকিয কয়েকখানা চাদর ও হাজার নামক স্থানের কিছু খেজুর লইয়া ব্যবসার উদ্দেশ্যে মদীনায় আগমন করিলেন।
একদা মুনফিয রাস্তায় বসিয়াছিলেন। এমন সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়া যাইতেছিলেন। তাঁহাকে দেখিয়া সম্মানার্থে মুনকিয দাঁড়াইয়া গেলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনকিযকে জিজ্ঞেস করলেন, হে মুনকিয বিন হইয়ান ! তোমার গোত্রের সকল লোক কেমন আছে? অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিদের নাম উল্লেখ করিয়া একে একে সকলের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করিলেন।
মুনকিয রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর মুজেযা প্রত্যক্ষ করিয়া আশ্চর্যান্বিত হইলেন এবং সেই মুহুর্তেই ইসলাম গ্রহন করিলেন। ইসলাম গ্রহন করিবার পর সর্বপ্রথম তিনি সুরাতুল ফাতিহা এবং ইকরা মাফফত চিন্ত করিয়া বেশ কিছুদিন পবিত্র পত্রখানা গোপন রাখিলেন। অতঃপর মুনকিযের স্ত্রী স্বীয় স্বামীর নিকট রক্ষিত পত্র সম্পর্কে অবহিত হইলেন। মুনকিযের স্ত্রীর পিতার নাম ছিল মুনযির বিন আয়েয। মুনযিরই হইলেন আশাজ্জ।
নিচে সহীহ মুসলিম শরীফ ২য়-খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আল হাদীস প্রকাশনী বইয়ের ধরণঃ সহীহ মুসলিম হাদিস সংকলনের গ্রন্থ বইয়ের সাইজঃ 12.4 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের সংকলনঃ ইমাম আবুল হুসায়ন মুসলিম বিন আল-হাজ্জাজ অনুবাদঃ মুহাম্মদ আবুল ফাতাহ ভূঞা
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ