সাইফুরস এর Synonym Antonym
সাইফুরস এর Synonym Antonym pdf বই ডাউনলোড। বইটি ভার্সিটি বা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য খুবই উপযোগী ও কার্যকরী একটি বই। বইটিতে কোন ভার্সিটি পরীক্ষায় কি কি Synonym Antonym এসেছে তার সমাধান করা হয়েছে। এবং কিভাবে Synonym Antonym বুঝবো এবং খুঁজবো তার উপায় এবং টেকনিকও বলে দেওয়া হয়েছে।
বইটি সাইফুর’স এর Synonym Antonym এর থেকে প্রতিবছরই আপডেট করে প্রকাশ করা হয়ে থাকে। পিডিএফ বইটি ভালো লাগলে এর হ্যান্ডবুক কিনেও প্রস্তুতি নিতে পারেন।
সাইফুর’র এর আরও দেখুনঃ সাইফুরস এর ন্যাচারাল স্পোকেন pdf বই
আরও দেখুনঃ ১১৮৭ টি গানিতিক সূত্র pdf বই
আরও দেখুনঃ হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় pdf বই ডাউনলোড
সিনোনিম এবং এন্টনিম বিশ্ববিদ্যালয় বা যেকোন বড় ধরণের পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ এর চড়াই উতরানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রকাশনা প্রতিবছরই বিভিন্ন বই বের করে থাকে। তবে সেই দিক থেকে সাইফুরস এর বই গুলি ব্যতিক্রমী হওয়ার কারণে পরীক্ষার্থীরা সাইফুরস এর বই কিনে থাকে।
তারই ধারাবাহিকতায় যারা বই কিনতে অক্ষম বা বর্তমানে আর্থিক অবস্থা খুব ভালো নয়। তাদের জন্য বইকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। টাকার কাছে যেন আমাদের শিক্ষা বাঁধাগ্রস্থ না হতে পারে। তবে হ্যাঁ, হার্ডকপি বই পড়লে যেমন উপকার হয়। তেমনি পড়ায় মনযোগ ও ভালো থাকে।
আবার মোবাইল বা পিসিতে pdf বই পড়ার ক্ষেত্রে মোবাইলের এই অ্যাপ বা ঐ অ্যাপের নোটিফিকেশনে মনযোগে বিঘ্ন ঘটায়। আবার মোবাইলে বই পড়ার সুবিধা হলো, প্রায় সব জায়গায় ই ওজন বিহীন বই পড়া যায়। এবং সব প্লেসেই বসে মোবাইল থেকে বই পড়া যায়। সাধারণ একটি উদাহরণ হলো, রাস্তার জ্যাম।
যাই হোক, পড়া হলো নিজের কাছে। আপনি কিভাবে পড়বেন। তা আপনার ব্যক্তিগত বিষয়। তবে বড়রা যেমন উপদেশ দেয়, সেগুলো মেনে নেওয়া উচিত। কারণ তারা সেগুলো ফেস করে নিজেদের ঝুলিতে কিছু অভিজ্ঞতা অর্জন করে নিয়েছে। এখন সেখান থেকে কিছু একটু আমাদের মাঝে শেয়ার করছেন।
নিচে সাইফুরস এর Synonym Antonym বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের নামঃ সাইফুর’স Synonym Antonym প্রকাশকঃ সাইফুর’স (s@ifur's) বইয়ের ধরণঃ ইংরেজী শিক্ষা বইয়ের সাইজঃ ৬৭.১ MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ