সাত যুবকের গল্প pdf বই ডাউনলোড । সাত যুবকের গল্প একগুচ্ছ রচনার গ্রন্থিতরূপ। রচনাগুলো পৃথিবীখ্যাত মনীষী মাওলানা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভীর। বিভিন্ন শিরোনামে রচিত সবগুলো রচনাতেই উম্মতের প্রতি তাঁর তরঙ্গায়িত দরদ লক্ষনীয়।
আরও দেখুনঃ তারুণ্যের প্রতি হৃদয়ের তপ্ত আহবান
আরও ইসলামিক বই দেখুনঃ গুরাবা pdf বই ডাউনলোড
মুসলিম উম্মাহর অতীত ঐতিহ্য আর শাশ্বত বৈশিষ্ট্যের চলমান লয় ও পতন তাঁর হৃদয়ে যে যন্ত্রণার সৃষ্টি করছে তাঁর রচনায় তাই ঝরে পড়েছে এক দরদী অভিভাবক এর ভাষায়।
উম্মাহর এই ভয়ানক দুর্দিনে তিনি সবিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন পৃথিবীময় সচেতন ঈমানদার প্রাজ্ঞ আলিম সমাজের। যুবক সমাজের অতীত ঐতিহ্য, গৌরবজ্জ্বল ইতিহাস তুলে ধরে তিনি একালের যুব সমাজকে চাঙ্গা করে তুলতে চেয়েছেন ঈমানী রসে বিশ্বাসিক চেতনায়।
আরও দেখুনঃ আবু দাউদ শরীফ ৪র্থ খন্ড
তাই লেখাগুলো সব শ্রেণীর পাঠকের জন্যে লেখা হলেও যুব সমাজের প্রতি লেখকের বিশ্বাসিক পক্ষপাত এড়িয়ে যাওয়ার মত নয়। আমাদের সাংস্কৃতিক স্বতন্ত্র, গৌরবের অতীত, আদর্শিক বৈশিষ্ট্য, শাশ্বত কর্তব্য ও বিজয়ের আসমানী অঙ্গীকার রচনাগুলোতে শক্তিমান ভঙ্গিতে বাঙময়।
আরও দেখুনঃ নয়া খুন pdf বই ডাউনলোড
আমরা বিশ্বাসের টানেই লেখাগুলো অনুবাদ করেছি। অবক্ষয়ের এই ভয়ানক নিদানকালে লেখাগুলোর বিশেষ আবেদন আছে বলে আমরা বিশ্বাস করি। রচনাগুলো যাদের উদ্দেশ্যে লেখা তারা যদি এর দ্বারা সামান্যতমও উপকৃত হন তাহলেই আমরা আমাদের শ্রম স্বার্থক মনে করবো।
নিচে সাত যুবকের গল্প বইয়ের স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাখতাবাতুল আখতার বইয়ের ধরণঃ সূরা কাহাফের বর্ণিত যুবকদের নিয়ে লিখা বইয়ের সাইজঃ ৭.৬৫ MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের লেখকঃ সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী অনুবাদঃ মুহাম্মদ জয়নুল আবেদীনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ