সাদা পোস্টার কালো করোটি pdf বই ডাউনলোড। আমার এই কাহিনির ভেতর এক ষাড়ঁ আছে। যারাঁ এই কাহিনী পড়ছেন, বা পড়বেন ভেবেছেন তাদেঁর বলি, সাবধান! আসলে এই কাহিনির বাকেঁ বাকেঁ একটা ষাড়ঁ ঘুরে ফিরে আসবে। কালো অক্ষরের ভেতর দাপাদাপি করার চেষ্টা করবে। গোতঁ গোতঁ ফোসঁ ফোসঁ করবে। মাঝে মাঝে আপনার মনে হতেই পারে, ষাড়ঁটা বুঝি আপনাকে গুতিয়ে দিতে পারে। আপনি, আতঙ্কে চারদিকে তাকাবেন। তবু তাই এই অধম লেখখ, আমি, আপনাদের আগেভাগে সাবধান করে দিতে চাই।
আমি অবশ্য জানি আপনারা যথেষ্ট সাবধানী, বিপদ বুঝে যাবতীয় লাল সরিয়ে রেখেছেন, সিদুঁরকে ক্ষমা ঘেন্না করে সিথিঁর রেখায় মেনে নিয়েছেন। রক্তের ক্ষেত্রে আপনাদের হাত-পা বাধাঁ। শত চেষ্টা করেও আপনি রক্তের রং পালটাতে পারবেন না। আর আছে রক্তজবা!! মা কালী লাল ছাড়া নীল ফুল তারঁ রাঙা পায়ে নেবেন না। তাই লাল ফুলই মাকে দিতে হচ্চে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- লাল সাগরের ঢেউ pdf বই ডাউনলোড
- অপারেশন তেলআবিব pdf বই ডাউনলোড
- অপারেশন মাজার ই শরীফ pdf বই ডাউনলোড
- মরণজয়ী সাহাবা pdf বই ডাউনলোড
- তাওহীদ ও শিরক pdf বই ডাউনলোড
আমার কাহিনীর ষাড়ঁটির নাম দারাসিং। ওকে এই নামে সবাই ডাকে। দারাসিংয়ের চেহারা কিন্তু তেমন বড়সড় নয়। বরং এই এলাকায় আগে যে সব ষাড়েঁরা ছিল, তাদের তুলনায় দারাসিং বেটেঁই। পিঠের কুজঁটাও তেমন দর্শনধারী নয়। তার একটা শিং সামনের দিকে বল্লমের মতো,আর একটা শিং পাশের দিকে বেকেঁ গেছে। দাড়ানোঁ শিংটার জন্যই ষাড়ঁটার নাম দারাসিং।
এ কাহিনীতে দারাসিংয়ের খুব বেশি কিছু অবদান নেই। এমনিতেই তার জীবন বলতে দোকান বাজার থেকে তোলা আদায় আর এলাকার গোরুদের সঙ্গে প্রেম করা। তার খুব প্রেম! খুব নিষ্ঠার সঙ্গে সে গোরুদের পিছন পিছন সারাদিন ঘুরে বেড়ায়। কিন্তু ইদানিং সে খেপেছে। মধ্যরাতে হানা দিচ্ছে পাড়ায় পাড়ায়। আমাদের পাড়ায় ঢোকে রাতে বারোটা নাগাদ।
দারাসিং আসার আগে ওর গরবর গররর গর্জন, ওর ফোতঁ ফোতঁ দীর্ঘশ্বান টানার শব্দ ভেসে আসে দূর থেকে। ওর এই রাতকালীন আওয়াজ এখন অনেকেই চেনে। আর তখণই- এ বাড়ির বারান্দায়, ও বাড়ির জানলায় ছায়া ছায়া মানুষজন স্থির হয়ে দাড়িঁয়ে যায় আলো নেভে পটাপট। অনেকেই নিজের অস্তিত্ব জানান দিতে চায় না , তারা নেভানো আলেঅর ভিতর ভুতের মতো দাড়িয়ে থাকে। এখন এদের সবার মুখে চাপা কৌতুক, কী হয়, কী হয়, একটা ব্যাপার।
যাদের গাড়ি রাস্তায় পার্ক করা থাকে, তাদের কয়েকজনের উৎকষ্ঠঅও থাকে। যদি দারাসিং তাদের গাড়িতে শিং বাগিয়ে হামলা চালায় । বেশ কয়েকটি গাড়ির সামনে ও পিছনে দারাসিংয়ের হামলার চিহৃ আছে। তবে বেশিরভাগ মানুষই রগড়ের রসে ফূটছে, ডুবছে। মজা দেখতে কে না ভালোবাসে!! এই সব লুকোছাপার ভেতর যাদের কৌতুহল বড্ড বেশি তারা বারান্দায় বা জানলার কাচ সরিয়ে সামনাসামনি দৃশ্যমান হয়।
নিচে সাদা পোস্টার কালো করোটি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | পত্রভারতী |
বইয়ের ধরণঃ | উপন্যাস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.40MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | জ য় ন্ত দে |
অনুবাদঃ |