সাধক ওগো প্রেমিক ওগো pdf বই ডাউনলোড। ফুরফুরা শরিফের পীর সাহেব আবদুল হাই সিদ্দিকি (রহঃ) সম্পর্কে ‘সাধক ওগো, প্রিয় শুগো’ নামে নতুন বই প্রকাশ হতে চলেছে শুনে অত্যন্ত গর্ববোধ করছি। এরূপ মহাপুরুষের সংস্পর্শে যে সমস্ত মানুষ এসেছেন, তাঁরা ধন্য হয়েছেন।
পীর সাহেব বাংলা, বিহার, ওড়িশা, আসাম প্রভৃতি প্রদেশ তো বটেই, দেশের গণ্ডি পেরিয়ে ভিন দেশ অর্থাৎ বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানেও যথেষ্ট সুনামের সাক্ষ্য রেখেছেন। ১৯৪৭ সালে কিছুদিনের জন্যে উপমহাদেশে চলে গেলেও ফুরফুরার আপামর অধিবাসীর অনুরোধে পুনরায় নিজ ভূমিতে ফিরে আসেন। ইসলামের প্রচার এবং মানুষকে হেদায়েত করার জন্য গোটা বাংলা চষে বেড়িয়েছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
পীর সাহেবের একটি মোজেজা বা অলৌকিকতার নিদর্শন হল, কোলাঘাট কিংবা মেছেদা স্টেশনে আসরের নামাজ পড়ছিলেন, ট্রেন ছাড়ার সময় হয়ে গেলেও চালক বহু চেষ্টা করেও ট্রেন ছাড়তে পারেননি। শেষমেশ পীর সাহেব ট্রেনে উঠতেই হঠাৎ ট্রেন চলতে শুরু করল। জীবনে তাঁর অসামান্য কৃতিত্বের মধ্যে ‘হেজবুল্লাহ’ নামে মানবতাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা উল্লেখযোগ্য।
বহু শিক্ষিত, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষ সহ অসংখ্য মুরিদ (ভক্ত) ছিলেন পীর সাহেদের তৌহিদের বাণী পৌঁছে দিয়েছিলেন প্রত্যন্ত অঞ্চলেও। আল কোরআন ও সুন্নাহের প্রতি ছিলেন নিবেদিত প্রাণ। বাংলার আপামর মানুষ দীর্ঘ ৩৭ বছর পরেও, আজও,
সকালবেলা। এক খাদেম এসে সবিনয়ে জানতে চাইলেন— হুজুর, কী নাস্তা করবেন ? ক্ষণেক থেমে হুজুর বললেন— বাবা, নাস্তা যে করব, পয়সা কোথায় ? ‘বলে তিনি হাত ঢোকালেন পকেটে। হাতে উঠে এল দুটি পয়সা। বললেন— এই দিয়ে এক পয়সার চিড়ে আর এক পয়সার চিনি নিয়ে এসো।
হুকুম শুনে খাদেম চিড়ে-চিনি নিয়ে এল। হুজুর কিছুটা খেলেন ।
বাকিটুকু রেখে দিতেই দোঁক মাদ্রাসার পরিচালক হাজি ফয়জুর রহমান সাহেব এসে হাজির।
-হুজুর বললেন বাবা, নাস্তা করেছেন? চিড়ে-চিনি ওখানে আছে, নাস্তা করে নিন। হাজি সাহেব হুকুম পালন করে বললেন— হুজুর, মাদ্রাসার শিক্ষকদের বেতন বাকি। বারোশো টাকা দরকার ।
নিচে সাধক ওগো প্রেমিক ওগো pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 5 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মুহাম্মদ মহিউদ্দিন আলি |
বইয়ের অনুবাদকঃ |