সাম্রাজ্যবাদ আধিপত্যবাদবিরোধী স্বাধীনতার সংগ্রাম
সাম্রাজ্যবাদ আধিপত্যবাদবিরোধী স্বাধীনতার সংগ্রাম pdf বই ডাউনলোড। ফিরে দেখা স্বধীনতা পনরুদ্ধারের মহাসংগ্রাম – মহাদ্রিাহ -১৮৫৭ । ১৮৫৭ সালের স্বাধিনতা পুনরূদ্ধার কামি মহাবিপ্লব -বিদ্রোহের দেয় শতবর্ষ [১৮৫৭- ২০০৭ ] ।
উপলক্ষে বাংলাদেশের ভাবুক – চিন্তক – মননশীল ও পর্যলোচনার খুব বেশি উদ্যেগ ,সরকারীর দিক থেকে তো নয়ই , বেসরকারীর পর্যায় থেকেও আমাদের নজরে আসে নি । একটি প্রায় – ব্যাক্তি প্রয়াসের ধারাবাহিকতায় একমাত্র সঙ্কলন মহাবিদ্রোহ ১৮৫৭ প্রকাশ যেটি কাঠামগোত এবং পদ্ধিগত দিক থেকে একাডেমি ।
আরও দেখুনঃ ১০১ মাদানী ফুল pdf বই ডাউনলোড
বাধ্যবাধকমূলক থেকে অনেক অগ্রথাগত লেখাও মৈালিক গবেষনার সঙ্গে সঙ্গে স্থান দিয়েছে । ১৮৫৭ সম্পর্ক কে একটি বারায়োরি স্নানকরুপে সঙ্ককারি প্রায় তিন শতাধিক পৃষ্ঠার সংশ্লিষ্ঠ নানা – সঙ্গ – অনুসঙ্গে স্পর্শ করেছে বটে কিন্তু এই ঐতিহাসিক ঘটনাবালীর একটি কমপ্রিহেন্সিভ নলেজ সোর্স হিমাবে পরিনত হতে পারে নি।
উল্লেখ্য , উক্ত সন্সেলনে ‘’ ১৫০ বছর পর পর ফিরে দেখা প্রথম স্বাধীনতা যুদ্ধ ১৮৫৭ ‘’ শিরোনাম আমার একটি সংশ্লিষ্ঠ প্রবদ্র সংযোযিত হয় বর্তমান লেখাটি সেই প্রবদ্ধের একটি বর্ধীত পরিমার্জীত রুপ , যেখানে ১৮৫৭ সালের ঐতিহাসিক ঘটনা -প্রবাসের অনুপঙ্গ ধারাক্রমকে বর্তমান – আন্তজাতিক – আ্ঞ্চলিক সাম্রাজ্যবাদি আধিপত্যবাদি ।
আরও দেখুনঃ ১০১ মাদানী ফুল pdf বই ডাউনলোড
লুটবো অপশক্তির হস্তক্ষেপজাত পরিক্ষেতে ইতিহাসিকস্ক পাঠকের বাস্তব – প্রয়োজনীয় তার আলোক বিন্যস্ত করে ইপস্থাপনা ও পর্যলোচনার করা হয়েছে । যদিও আজ থেকে দেড় শতাব্দি আগিকার ইংরেজী ঔপনিবেশিক -শাসিত ভারতবর্ষের সেই গৈারবময় . বিপ্লবী , স্বাধীনতা ।
পুনরূদ্ধার কামি এবং সাম্রাজ্যবাদি – আধিপত্যবাদি বিরোদী দেশপ্রেমিক আন্দলনের ঐতিহাসিক মূল্য এবং বর্তমান প্রাসহিকতা কমে নি তথাদি বিষয়টি কে নিয়ে যতেষ্ঠ গবেষনা বা আলাপ – আলোচনা লক্ষ করা যায় নি । যেমন ভাবে ১৮৫৭ সালের ঘটনা – প্রবাভে ভীত – শস্কিত ইংরেজ দখলদার
আরও দেখুন। ৬৩ মাদানী ইনআমত pdf বই ডাউনলোড
নিচে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদবিরোধী স্বাধীনতার সংগ্রাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ বাংলা সাহিত্য বিষয়ক বইয়ের সাইজঃ 1.42 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ ড.মাহফুজ পারভেজ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ