সালতানতে মুস্তফা pdf বই ডাউনলোড। দুনিয়াবী রাজা-বাদশাগণ তাঁদের দরবারের আদব-কায়দা এবং দরবারে হাজির হওয়ার নিয়ম কানুন নিজেরাই প্রনয়ণ করেন অর্থাৎ আমার দরবারে আসলে এভাবে দাঁড়াও, এভাবে কথা বল, এভাবে সালাম কর ইত্যাদি এবং নিজেদের নিয়োজিত প্রশাসকদের মাধ্যমে সেগুলো মেনে চলতে প্রজাগণকে বাধ্য করেন।
যারা এসব নিয়ম কানুন মেনে চলে বাদশা তাদের প্রতি সন্তুষ্ট হন এবং যারা এর বিপরীত করে, তাদেরকে শাস্তি প্রদান করেন। তাঁদের এসব আইন-কানুন কেবল মানুষের উপর প্রযোজ্য; জীন, ফিরিস্তা ও অন্যান্য জীব-জন্তুর উপর পযোজ্য হয় না। কেননা ওদের উপর এদের কোন কর্তৃত্ব নেই । তাছাড়া এসব আইন-কানুন বাদশাহ যত দিন জীবিত থাকেন, তত দিন যাবৎ বলবৎ থাকে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
বাদশাহের চোখ বন্ধ হওয়ার সাথে সাথে দরবার শেষ এবং সমস্ত আইন-কানুনও বিলুপ্ত হয়ে যায়। আবার গড়ে উঠে নতুন দরবার, নতুন আইন-কানুন । অর্থাৎ এ দুনিয়াতে প্রত্যেকে এসে নতুন প্রাসাদ তৈরী করে। কিছু দিন পর সেটা ফেলে চলে যায়। আবার অন্যজন এসে সেটা আবাদ করে । এ আসমানের নীচে আর একটি এমন দরবারও আছে যার আদব-কায়দা, হাজির হওয়া ও সালাম কালাম করার নিয়ম কানুন স্বয়ং আল্লাহ তা’আলা প্রনয়ণ
করেছেন। স্বীয় সৃষ্টিকূলকে দিক-নির্দেশনা দিয়েছেন – হে আমার বান্দাগণ! যখন এ দরবারে আসবে তখন এ নিয়ম-কানুন মেনে চলবে। অন্যথায় তোমাদেরেেক কঠোর শাস্তি পেতে হবে। মজার ব্যাপার হলো সেই মহান শাহী দরবার আমাদের দৃষ্টির অগোচরে চলে গেছে, দরবারের শান-শওকত অদৃশ্য হয়ে গেছে এবং সেই শাহান শাহও পর্দার অন্তরালে চলে গেছেন ! কিন্তু সেই দরবারের আইন-কানুন এখনও অবিকল বলবৎ রয়েছে।
অধিকন্তু সেই দরবারের আইন-কানুন শুধু মানব জাতির উপর বলবৎ নয় বরং এর পরিধি এত বিস্তৃত যে ফিরিস্তাকূল বিনা অনুমতিতে ওখানে যেতে পারে না, জ্বীনজাতি নত শিরে প্রবেশ করে, জীব-জন্তু সেই শাহান শাহকে সিজদা করে। নিষ্প্রাণ পাথরের টুকরা এবং গাছ-পালা তাঁরই কলেমা পড়ে এবং তাঁরই ইশারায় এগিয়ে আসে। চন্দ্র-সূর্য তাঁরই নির্দেশে চলে। তাঁরই ইঙ্গিতে বৃষ্টি বর্ষিত হয়, তাঁরই নির্দেশে বৃষ্টি বন্ধ হয়ে যায়। মোট কথা আসমান- জমীনের সমস্ত কিছু তাঁর হুকুমের আওতাধীন।
নিচে সালতানতে মুস্তফা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মুহাম্মদী কুতুবখানা |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজ | 4.0MB |
প্রকাশ সালঃ | ২০০০ সাল |
বইয়ের লেখকঃ | হাকিমুল উম্মত |
বইয়ের অনুবাদকঃ | অধ্যাপক মুহাম্মদ লুৎফর রহমান |