সালাতুল মারীয রুগীর সালাত
সালাতুল মারীয রুগীর সালাত pdf বই ডাউনলোড। আল্লাহর বাণীর (বিধানের ) কোন পবিতর্নকারী নেই। (সুরা আনআম: ৬৪ ) যুগের পরিবর্তনের কারণে হুকুমের পরিবর্তন হয় , না। হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাঃ ও তাবে তাবেয়ীনদের যুগে রক্তক্ষয়ী যুদ্ধ-বিগ্রহ সংঘটিত হয়েছে।
ফলে তারঁ গুরুত্ব অসুখে ভুগেছেন। তবুও তারাঁ চেয়ার বা অনুরূপ বস্তুকে সালাত আদায়ের মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন এমন তথ্য, খোঁজে পাওয়া যায় না; এমনকি ইমাম মালেম রহঃ শাফিঈ রহঃ আহমাদ রহঃ ও আবু হানীফা রহঃ থেকেও ।
আরও দেখুনঃ মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার pdf বই ডাউনলোড
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রুগীর সালাতের বাস্তব চিত্র পাওয়া যায় । তিনি রাসুলুল্লাহ সাঃ ঘোড়া থেকে পড়ে যান এবং পাজঁরে তীব্র ব্যথা পান। তাই তিনি রাসুল সাঃ মাটিতে বসাবস্থায় সালাতের ইমামতি করেন। আর সাহাবারা দাড়িয়ে সালাত আদায় করেন। (সহীহ বুখারী ১/১৫০ পৃঃ)। প্রায় ১৪২৫ হিঃ বছরের পর, মাসজিদে সালাতের জন্য চেয়ার ব্যবহার শুরু হয়েছে, যা খৃষ্টানদের ইবাদতের সাথে সাদৃশ্য রাখে।
শ্রদ্ধেয় ওলামাগণ যদি রুগীর সালাতের প্রকৃত নমুনা মুসল্লীদের সামনে বুঝিয়ে দেন, তাহলে তারা সহজেই চেয়ার বা অনুরূপ বস্তুকে সালাতের মাধ্যমে হিসেবে গ্রহণ করবে না। ফলে, বিনাতর্কে মাসজিদ থেকে চেয়ারগুলো বিদায় নিবে-ইনশাআল্লাহ।
আরও দেখুনঃ খিলাফতে রাশেদিন pdf বই ডাউনলোড
মারে আল্লাহ রাখে কে: রাখে আল্লাহ মারে কে? সকল-মুমিনের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে আত্মসমর্পন করলাম। যে আল্লাহ তুমি আমাদেরকে উভয় জগতের সুখ-শান্তি দান করুন। কুরআনের ভাষায় একজন মুমিন ব্যক্তির উক্তি- আমি তোমাদেরকে যা বলছি, তোমরা তা অচিরেই স্মরণ করবে।
আর আমি আমার বিষয়টা আল্লাহর কাছে সোপর্দ করছি। নিশ্চয়, আল্লাহ তারঁ বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন [সুরা মুমিন:৪৪] লেখক; ভূল-ক্রুটি হওয়া স্বাভাবিক। সহীহ দলীলের মাধ্যমে প্রশ্নোত্তরের ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দিলে, খুশী হয়ে শুধরিয়ে নিবেন ইনশা আল্লাহ।
আরও দেখুনঃ বুলুগুল মারাম pdf বই ডাউনলোড
নিচে সালাতুল মারীয রুগীর সালাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সালাত বিষয়ক বইয়ের সাইজঃ 1.75 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শায়খ হোসাইন আহমাদ কাসেমী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ