সালাফদের দৃষ্টিতে রফউল ইয়াদায়ন কি মানসুখ বই ডাউনলোড। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের জন্য। শান্তি অবতীর্ণ হোক প্রিয় নাবী মুস্তফা রসূলুল্লাহ সাঃ-এর ওপর। ইসলামী শারীআতের দুটি মূল উৎস হচ্ছে মহান রাব্বুল আলামীন আল্লাহ সুবহানাহূ তাআলার পবিত্র বানী সম্বলিত আল কুরআনুল হাকী ও রাসূলুল্লাহ সাঃ-এর হাদীস। এর সম্পর্কে মহান রব্বুল ইজ্জত পবিত্র কুরআনে ঘোষণা করেছেন।।। আল্লারহ রসূল কপোলকপ্লিত কোনো কথা বলেন না। তিনি যা কিছু বলেন তা আল্লাহর ওয়াহী ভিন্ন কিছুই না। (সূরাহ আন নাজম ৫৩: ৩-৪) ।
তিনি আরও বলেন ‘‘আল্লাহর রসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা যা নিষেধ করে তা হতে বিরত থাক (সূরাহ আল হাশর ৫৯: ৭) তাই পবিত্র কুরআনে বর্ণিত বিধানাবলীর বাস্তবায়নে হাদীসের গুরুত্ব অপরিসীম । কেননা, আল কুরআন সঠিকভাবে বুঝতে হলে হাদীসের অনুসারী হওয়া একান্ত বাঞ্চনীয়। এক্ষেত্রে উসূলে হাদীস সম্পর্কে জ্ঞান অর্জন অত্যাবশ্যক।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সালাফদের আত্মশুদ্বিমূলক বাণী pdf বই ডাউনলোড
- শরীয়তের দৃষ্টিতে পর্দা-র হুকুম pdf বই ডাউনলোড
- ইসলামের দৃষ্টিতে সন্তান প্রতিপালন pdf বই ডাউনলোড
- ইসলামের দৃষ্টিতে সন্তান প্রতিপালন pdf বই ডাউনলোড
- ইসলামের দৃষ্টিতে সৃষ্টিত্ত্ব pdf বই ডাউনলোড
সঠিক হাদীসের সন্ধানে পূর্ববর্তী মনীষীগণ অক্লান্ত পরিশ্রম করেছেন। আল্লাহ সুবহানাহূ তাআলা তাদেরঁ প্রত্যেককেই উত্তম। বিনিময় দান করুন। আমিন। প্রত্যেক খাস দলীল প্রত্যেক আম দলীলেল উপর অগ্রগণ্য হয়। যেমন মৃত প্রাণী শর্তহীনভাবে বা সার্বজনীনভাবে হারাম। আর মাছ নির্দিষ্টভাবে হালাল। অতএব মৃতের সার্বজনীন হুকুম মাছের জন্য খাস তথা বিশেষ হুকুমের উপরে প্রযোজ্য নয়।
আদামে যিকর অনুল্লেখ থাকা নাফী যিকর অস্তিত্ব না থাকা- কে অপরিহার্য করে না। অর্থাৎ কোনো আয়াতে বা হাদীসসমূহে কোনো বিষয় উল্লেখ না হওয়ার উদ্দেশ্য এই নয় যে, উক্ত বিষয়টির অস্তিত্ব-ই নেই। অথচ অন্যান্য আয়াত ও হাদীসসমূহ দ্বারা ঐ বিষয়টি প্রমাণিত হয়।
সহীহ খবরে ওয়াহিদের মাধ্যমে কুরআন ও সুন্নাতের তাখসীস করা জায়িয । বলা হয় যে, ইমাম চতুষ্টয় এই মাযহাবের উপর ছিলেন। হাঁ-বোধক অগ্রগামী হয়ে থাকে না-বোধক এর উপরে কিতাবুল্লাহ ও রাসূলেল হাদীস দলীল ও হাক্বের মানদন্ড। শর্ত হল, উক্ত হাদীসটিকে ক্ববূলযোগ্য হতে হবে অর্থাৎ মুতাওয়াতির বা সহীহ বা হাসান। লিযা-তিহী হতে হবে।
দলীল-আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ! আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর ও তোমাদের আমীরদের। যদি তোমরা কোনো বিষয়ে ঝগড়া কর তবে তা আল্লাহ এবং তার রসূলেল প্রতি ফিরিয়ে দাও। যদি তোমরা আল্লাহ এবং ক্বিয়ামত দিবসের প্রতি বিশ্বাসী হও্। এটাই কল্যাণকর ও এবং উৎকৃষ্ট তাফসীর তথা ব্যাখ্যা।
নিচে সালাফদের দৃষ্টিতে রফউল ইয়াদায়ন কি মানসুখ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সুনান প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.0 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ |
বইয়ের লেখকঃ | ব্রাদার রাহুল হোসেন (রুহুল আমিন) |
অনুবাদঃ |
বিঃ দ্রঃ এটি একটি শর্ট পিডিএফ, মূল পিডিএফ পাওয়া গেলে আপডেট করে দেওয়া হবে।