সিফাত ভাইয়ের কলম থেকে
সিফাত ভাইয়ের কলম থেকে pdf বই ডাউনলোড।আমি মুসলিম হওয়ার কারণে কোরআনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই এবং মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে যাব। আর জীবনে চলার জন্য সকল সমস্যার সমাধান কোরআন থেকেই নেই এবং নেয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি। ঈমানদার লোকদের যখন তাতদের কোন পারস্পারিক বিচার ফয়সালার জন্যে আল্লাহ তায়ালা ও তার রসূলের দিকে আহ্বান জানা নো হয়, তখন (খুশি মনেই) তারা বলে, হ্যাঁ, আমরা (আল্লাহ তায়ালা ও তার রাসুরৈ আদেশ) শোনালাম এবং তা (যথাযথ) মেনেও নিলাম; বস্তুত এরাই হচ্ছে সফলকাম ব্যক্তি। (সূরা আন নুর, ২৪:৫১)
আরও দেখুনঃ মীর সালমানের স্ট্যাটাস সমগ্র pdf বই ডাউনলোড
দয়াময় (আল্লাহ তায়ালা ) এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে সালাম। (সুরা আল ফুরকান, ২৫:৬৩) এবাস আসি, কোরআন কে যারা কঠিন বলে তারা স্পষ্ট কাফের।
কেন কাফের? আসুন দেখি আল্লাহ তায়ালা কি বলেছেনঃ আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি কোন চিন্তাষীল বা উপদেশে গ্রহনকারী আছো কি” এরপরেও যদি কেউ কোরআন কে কঠিন বলে হয় সে আল্লাহ চেয়ে বেশি জানে (নাউযুবিল্লাহ) আর না হয় সে শয়তান আর না হয় সে মূর্খ আর কাফের এর কথা তো আগেই বলেছি। 🙂
আরও দেখুনঃ সামি ইবনে আব্দুল্লাহর কিছু লেখা pdf বই ডাউনলোড
কোরআনের একটি আয়াত অথবা সহী হাদিসের একটি মাত্র হাদিস দেখাও যেখানে রাজনীতির কথা উল্লেখ আছে। তাহলে আমি আজ থেকেই রাজনীতি করা শুরু করবো। আমি অতি নগন্য একজন ব্যক্তি। মাজহাব বা আহলে হাদিস সিয়া ছুন্নি বলে কোন পরিচয় নাই আমাদের বড় পরিচয় আমরা সবাই মুসিলম।
তার চেয়ে আর কথা উত্তম হতে পারে।?…
(যাদের মনে অহংকার ও হিংসা আছে একমাত্র তারাই মুসলিম ছাড়া অন্য কিছুর পরিচয় দিতে ভালবাসে এবং দেয়)। মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর। তার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে?
যে মানুষদের আল্লাহ তায়ালার দিকে ডাকে এবং সে (নিজেও) নেক আমল (বা নেক কাজ) করে এবং বলে #”আমি তো মুসলমানদেরই একজন। (সূরা হামিম আস সিজদা,৪১:৩৩) অতএব আমাদের বড় পরিচয় হওয়া উচিত মুসলিম।
আরও দেখুনঃ বাহলুল মাজনুনের লেখা সমূহ pdf বই ডাউনলোড
নিচে সিফাত ভাইয়ের কলম থেকে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 11.3 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ