সিহাহ সিত্তার হাদীসে কুদসী pdf বই ডাউনলোড। কুরআন এবং হাদীসের পাথর্ক্য ও পৃথক মর্যাদা সুস্পষ্ট। হাদীসের মধ্যে আবার এক দরণের হাদীস কুদসী হাদীস বরে পরিচিত। সাধারণ হাদীসে নববী এবঙ হাদীসে কুদসীর মধ্যে খানিকটা পার্থক্য করা হয়। এ পার্থক্যটা অবশ্যই মর্যাগত নয় শ্রেণীগত। প্রথমে আল কুরআন এবঙ হাদীসের মধ্যকার পার্থক্য সুষ্পষ্ট থাকা দরকার আল কুরআন হলো, বিশ্বজগতের মালিক মহান আল্লাহর প্রত্যক্ষ কালাম। হুবহু তারঁ নিজের বাণী।
এ কালাম জিব্রীল আমীনের মাধ্যমে মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছে। এর প্রতিটি অক্ষর আল্লাহর নিকট থেকে অবতীর্ণ। এর একটি অক্ষর পর্যন্ত রদবদল করবার অধিকার স্বয়ং রাসূলেরও ছিলনা। সন্দেহাতীত পদ্ধতিতে কুরআনকে সংরক্ষণ করা হয়েছে। তাছাড়া আল্লাহ নিজেই কুরআনকে সংরক্ষণ করার দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়ে দিয়েছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হাদীসে কুদসী pdf বই ডাউনলোড
- দরসে ইবনে মাজাহ pdf বই ডাউনলোড
- আবু দাউদ শরীফ ৩য় খন্ড pdf ডাউনলোড
- সুনানে নাসায়ী শরীফ ১ম খন্ড pdf বই ডাউনলোড
- আবু দাউদ শরীফ ২য় খন্ড pdf ডাউনলোড
এ মহান কালামের প্রতিটি বাণী সত্য ও অকাট্য। এ কালাম যে আল্লাহর নিকট থেকে অভতীর্ণ হয়েছে, তাতে বিন্দুমাত্র সন্দেহের অনুমাত্র অবকাশ নেই। এতে প্রদত্ত তত্ত্ব ও তথ্যের মধেও কোনো প্রকার সন্দেহ নেই। এ কালাম এক চিরন্তন মুজিযা। কোনো মানুষের সাধ্য নেই এ কালামের সাথে চ্যালেঞ্জ করবার অনুরূপ একটি কুরআন বা তার অংশ পর্যন্ত রচনা করার সাধ্য মানুষের নেই।
মানুষের হিদায়াত বা পথ প্রদর্শণের জন্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল নিযুক্ত করেন। আর হিদায়াতের গাইড বুক হিসেবে তারঁ প্রতি নাযিল করেন আল কুরআন। কুরআন মানুষকে পড়ে শুনানো এবঙ বুঝিয়ে দেবার দায়িত্ব ও তিনি রাসূলের উপর অর্পণ করেন। সুতরাং কুরআন বুঝিয়ে দেবার জন্যে কুরআনের ব্যাখা দান করাও ছিলো রাসূলের উপর আল্লাহ প্রদত্ত দায়িত্ব ।
আর ব্যাখ্যা তিনি নিজের মনগড়াভাবে দেননি। বরং সেটাও দিয়েছেন আল্লাহর নির্দেশেরই আলোকে। এ কারণে রাসূলের উপর কুরআন ছাড়াও আরেক ধরণের অহী নাযিল হয়েছে। মানুষ কিভাবে কুরআন অনুযায়ী জীবন যাপন করবে? কিভাবে সে তার ব্যক্তিজীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনের সকল দিক ও বিভাগ পরিচালনা করবে? ইত্যাদি। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে সিহাহ সিত্তার হাদীসে কুদসী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | শতাব্দী প্রকাশনী |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 5.12 MB |
প্রকাশ সালঃ | ২০১২ সাল |
বইয়ের লেখকঃ | আবদুস শহীদ নাসিম |
অনুবাদকঃ |