সিয়ামের বিধান ও মাসায়েল
সিয়ামের বিধান ও মাসায়েল pdf বই ডাউনলোড। দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারা একজন ব্যক্তির জন্য কল্যাণের সসংবাদ, নবী সাঃ বলেনঃ “আল্লাহ পাক যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন”।(বুখারী-৩১১৬, মুসলিম-১০৩৭)
দ্বীনের এই জ্ঞানের উৎস হলো আল-কুরআন ও সুন্নাহ। কুরআন ও সুন্নাতের জ্ঞানে জ্ঞানী ব্যক্তি আল্লাহকে সঠিকভাবে জানতে পারেন। আল্লাহ পাকের নির্ধারণ করা হালাল ও হারামের সীমারেখা চিনতে পারেন। আর তাই তাঁর পক্ষে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করা সম্ভব হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রমযানের শেষ দশকের ফযিলত pdf বই ডাউনলোড
- রমযানের ফযীলত গুনাহ মাফের মাস pdf বই
- মুমিন জীবনে পরিবার pdf বই ডাউনলোড
- রমযানের দায়িত্ব ও কর্তব্য pdf বই ডাউনলোড
- রমযানের ৬০ শিক্ষা ৩০ ফতোয়া pdf বই ডাউনলোড
আল্লাহ পাক বলেনঃ
وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاء إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ
অনুরূপ ভাবে বিভিন্ন বর্ণের মানুষ, জন্তু, চতুস্পদ প্রাণী রয়েছে। আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাঁকে ভয় করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ক্ষমাময়। (৩৫:২৮)
আর জ্ঞানই আল্লাহ পাকের নিকট মর্যাদা বৃদ্ধির উপায়। আল্লাহ পাক বলেনঃ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ وَإِذَا قِيلَ انشُزُوا فَانشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হয়ঃ মজলিসে স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও। আল্লাহর জন্যে তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন। যখন বলা হয়ঃ উঠে যাও, তখন উঠে যেয়ো। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন। আল্লাহ খবর রাখেন যা কিছু তোমরা কর। (৫৮:১১)
আখিরাতের অনন্ত জীবনের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য যারা প্রতিযোগীতা করতে চায়, তাদের উচিৎ শরীয়তের জ্ঞান চর্চার এই উন্মুক্ত ময়দানে আত্মনিয়োগ করা। শরীয়তের জ্ঞানের দ্বিমুখী কল্যাণ রয়েছে।
প্রথমত, একজন দ্বীন-শিক্ষার্থী দ্বীন পালন করে থাকেন অন্তদৃষ্টি, উপলদ্ধি ও দলীলের ভিত্তিতে। ফলে তার জন্য জ্ঞানী ব্যক্তির মর্যাদা অর্জিত হয়।
নিচে সিয়ামের বিধান ও মাসায়েল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আহসান পাবলিকেশন্স বইয়ের ধরণঃ রমজান ও মাসায়েল বইয়ের সাইজঃ 3.37 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ নাসিল শাহরুখ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ