সীরাতুল আউলিয়া pdf বই ডাউনলোড। ছূলূক, তাসাওউফ বা আধ্যাত্মিক শাস্ত্রের মূল উদ্দেশ্য আল্লাহ পাকের সাথে গভীর ও নিবিড় সম্বন্ধ গড়া। তবে এই লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে প্রধান কাজ হলো নাফছ বা মনের রিপু সমূহ দমন করা। অতএব, এটিও লক্ষ্য রূপে গন্য । এই লক্ষ্য অর্জনের জন্য কিছু ত আছে মূল কর্তব্য যা সবযুগে অপরিবর্তনীয় । আর কিছু আছে সহায়ক বিষয়াদি।
যা স্থান -কাল-পাত্রের পরিবর্তর্নে পরিবর্তনযোগ্য । অর্থাৎ অবস্থাভেদে মূল লক্ষ্য অর্জনের জন্য যেই-যমানায় , যে -অবস্থায়, যে- ক্ষেত্রে সুন্নত-শরীঅত ভিত্তিক একাধিক পদ্ধতির মধ্যে যে-পদ্ধতিটি অধিক সহায়ক ও ফলপ্রসূ, সেটিই তখন লক্ষের সহায়ক রূপে গন্য হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হজ্জ্ব উমরার জরুরী মাসায়েল pdf বই ডাউনলোড
- আমালুস সুন্নাহ pdf বই ডাউনলোড
- সীরাতুল আউলিয়া pdf বই ডাউনলোড
- সীরাতুল মুস্তফা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুল মুস্তফা ২য় খন্ড pdf বই ডাউনলোড
কারণ, তাই সহায়ক কাজগুলো অপরিবর্তনীয়ভাবে পালন করা শরীঅতের মূল লক্ষ নয়। তবে, বিভিন্ন ধরণের সহায়কের মধ্যে কখন কোনটি মূল লক্ষ্য অর্জনে সহায়ক বা অধিক সহায়ক, তা নির্ধারণ করা (কোন অজ্ঞ-অযোগ্য -অন্ধের কাজ তো হতে পারে না, বরং তা ) সর্বস্থরের সুবিজ্ঞ হক্কানী আলেমগণ কর্তৃক স্বীকৃত তরীকতের ইমাম ও মুজতাহিদগনেই একমাত্র অধিকার।
যেমন পূর্বযুগের হযরত ইমাম গাযযালী রাঃ ইমাম আবদুল ওয়াহহাব শা ‘রানী (রাঃ) ইমাম ফখরুদ্দীন রাযি (রঃ) বড়পীর জীনালী (রঃ) শায়েখ শিহাবুদ্দীন সোহারওয়ার্দী রঃ শাহ ওয়ালী উল্লাহ দেহলবী (রঃ) প্রমুখ বুযুর্গানেদ্বীন। অনুরূপ নিকট-অতীতের সর্বশীর্ষের ইমামুত ত্বরীকত হযরত হাজী এমদাদুলুল্লাহ মুহাজিদের -মক্কী (রঃ) ইমামে-রব্বানী হযরত মাওলানা রশীদ আহমদ গঙ্গূহী (র.)।
হজ্জাতুল -ইসলাম হযরত মাওলানা কাসেম নানূতবী (রঃ) হাকীমুল-উম্মত মুজাদ্দিদুল-মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী (রঃ) । ইমাম গাযালী (রঃ,) আল্লামা আঃ ওয়াহহাব শারানী (রঃ) সহ পূর্ববর্তী বুযুর্গগণের সকলেরই মত এই ছিল যে, নফছের দমন ও মূল উদ্দেশ্য অর্জনের জন্য চার প্রকার মোজাহাদা জরুরীঃ কম খাওয়া, কম ঘুমানো, কম কথা, লোকজনের সাথে কম মেলামেশা।
নিচে সীরাতুল আউলিয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হাকীমুল উম্মত প্রকাশনী বইয়ের ধরণঃ মহান আউলিয়া চরিত বইয়ের সাইজঃ 6.70 MB প্রকাশ সালঃ ২০০৭ ইং বইয়ের লেখকঃ আল্লামা আবদুল ওয়াহহাব শা‘রারী র. অনুবাদঃ মাওলানা আবদুল মতিন বিন হুসাইনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ