সীরাতে আয়েশা রাযিয়াল্লাহু আনহা pdf বই ডাউনলোড। নাম : আয়েশা, উপাধি: সিদ্দীকা, খেতাব: উম্মুল মুমিনীন, কুনিয়ত বা উপনাম: উম্মে আবদুল্লাহ, আর উপাধি; হুমায়রা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনতুস সিদ্দীক বলেও সম্বোধন করেছেন। আবদুল্লাহ হযরত আশেয়া রাযিয়াল্লাহু আনহার ভাগ্নে।
তিনি মূলত হযরত আসমা রাযি-এর পুত্র। তিনি আবদুল্লাহ ইবনে যুবায়ের নামে অধিক পরিচিত। আরবে আপনাম ছিল মর্যাদার প্রতীক । যেহেতু হযরত আয়েশা রাযি-এর সন্তান ছিল না, সেহেতু আপনামও ছিল না। একবার তিনি আক্ষেপের অন্যদের কুনিয়ত তো তাদের সন্তানদের নামে হয়েছে।
আরও দেখুনঃ সেকুলারিজম pdf বই ডাউনলোড
কিন্তু আমার কুনিয়ত হবে কার নামে? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তোমার ভাগ্নে আবদুল্লাহর নামে। সেদিন থেকেই হযরত আয়েশা রাযি.-এর কুনিয়ত উম্মে আবদুল্লাহ। হযরত আয়েশা রাযিয়াল্লাহ আনহার পিতার নাম আবদুল্লাহ, উপাধি সিদ্দীক ও উপনাম আবু বকর। মাতার উম্মে রুমান।
পিতার দিন থেকে বংশধারা আয়েশা বিনতে আবু বরক সিদ্দীক, ইবনে আবু কুহাফা, ইবনে উসমান, ইবনে আমের, ইবনে উমর, ইবনে কাব, ইবনে সাদ, ইবনে তাইম, ইবনে মুররা, ইবনে লুওয়াই, ইবনে গালিব, ইবনে ফিহর, ইবনে মালিক। মাতর দিক ধেতে বংশধারা-আয়েশা বিনতে উম্মে রুমান, বিনতে আমের, ইবনে উাইমের, ইবনে আবদে শাসম, ইবনে ইতাব,।
আরও দেখুনঃ হারাম ও কবীরা গুনাহ pdf বই ডাউনলোড
ইবনে উযাইনা, ইবনে সাবি,ইবনে অহমান, ইবনে হারিস, ইবসে গুনাইম, ইবনে মালিক, ইবনে কিনানা। সুতরাং পিতার দিক থেকে তিনি কুরাইশিয়া তাইমিয়া এবং মাতার দিক থেকে কিনানিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রাযি. এর পিতৃকুলের বংশপরস্পরা সপ্তম বা অষ্টম পুরুষে এবং মাতৃকুলের বংশপরস্পরা একাদশ বা দ্বাদম পুরুষে গিয়ে মিলিত হয়।
হযরত আয়েশা রাগি.-এর পিতা হযরত আবু বকর রাযি. ১৩ হিজরীতে মৃত্যুবরণ করেন। তার মাতা উম্মে রুমানার ব্যাপারে অধিকাংশ ঐতিহাসিকের মত-তিনি পঞ্চম অথবা ষষ্ঠ হিজরীতে ইন্তেকাল করেছেন; কিন্তু এ তথ্য ভূল। একাধিক গ্রহণযোগ্য হাদীস দ্বারা প্রমাণিত যে, উম্মে রুমান রাযি. হযরত উসমান রাযি-এর খেলাফত পর্যন্ত জীবিত ছিলেন।
আরও দেখুনঃ হাদীসের নূর ও আধুনিক বিজ্ঞান pdf বই ডাউনলোড
নিচে সীরাতে আয়েশা রাযিয়াল্লাহু আনহা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ রাহনুমা প্রকাশনী বইয়ের ধরণঃ সীরাত বিষয়ক বইয়ের সাইজঃ 13.0 MB প্রকাশ সালঃ ২০১৫ ইং বইয়ের লেখকঃ সাইয়্যেদ সুলাইমান নদভী রহ. অনুবাদঃ মাওলানা মুহাম্মাদ শফিকুল ইসলামডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ