সীরাতে খাতামুল আম্বিয়া pdf বই ডাউনলোড। মুসলমান লেখক ছাড়া ও হাজার হাজার অমুসলিম লেখক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত রচনা করেছেন। তন্মধ্যে ইউরোপীয় ঐতিহাসিকগণের কথা তো উল্লেখযোগ্য। বিশ/ত্রিশ খানা গ্রন্থ সম্পর্কে আমাদের ও জানা আছে। কিন্তু তারা সাধারণভাবে ঘটনা বর্ননার অতি বাড়াবাড়ির শিকার পরিণত হয়েছে। এ জন্য মুসলমানদের এগুলো পাঠ করা হতে বিরত থাকতে হবে।
মোটকথা, পৃথিবীতে আজ পর্যন্ত কোন মানবের জীবন চরিত খাতিমুল আম্বিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত্রের মত এত গুরুত্ব সহকারে লিপিবদ্ধ হয়নি। এক ইউরোপীয় ঐতিহাসিক বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীকারগণের ক্রমধারা অত্যন্ত প্রশ্বস্ত যা বর্ণনাতীত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল কুরআন এক মহাবিস্ময় pdf বই ডাউনলোড
- কুরআন হাদীসের আলোকে আখিরাতের চিত্র pdf বই
- কেয়ামতের আলামত pdf বই ডাউনলোড
- কোরআন দিয়ে নিজের চিকিৎসা pdf বই ডাউনলোড
- সহজ কাসাসুল আম্বিয়া pdf বই ডাউনলোড
কিন্তু এর মধ্যে স্থান লাভ করা গর্বের বিষয়। উর্দু ভাষায় নতুন পুরানো মিলে অনেক জীবনী গ্রন্থ রয়েছে। কিন্তু আমার দৃষ্টি অনেক দিন ধরে এমন একটি সংক্ষিপ্ত সীরাতের কিতাব তালাশ করছিল, যা প্রত্যেক পেশাজীবি মুসলমান নারী পুরুষ দুই তিন বৈঠকে পাঠ সমাপ্ত করে নিজেরদ ঈমানকে তাজা করতে পারে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারে এবং যা ইসলামী গংগঠন ও মাদ্রাসাসমূহের প্রাথমিক সিলেবাসের অন্তর্ভুক্ত হতে পারে। যার মধ্যে সংক্ষিপ্তভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনের মোটামুটি নকশঅ সতর্কতার সাথে আসল ছাচে পরিপূর্ণ ভাভে পেশ করা হয়েছে।
কিন্তু উর্দু ভাষায় এই ধরণের কোন পুস্তক আমার নযরে পড়েনি।পুস্তিকাটির উৎসমূল হচ্ছে নির্ভর যোগ্য ও প্রামান্য গ্রন্থসমূহ। সেগুলোর বরাত যথাস্থানে পৃষ্ঠা নং সহ উল্লেখ করা হয়েছে। তম্মধ্যে কতকগুলোর নাম নিম্নে প্রদত্ত হলো। মেশকাত শরীফ, ব্যখ্যা গ্রন্থ সকল সিহাহ সিত্তা, কানযুল উম্মাল, ইমাম সুয়ূতীর খাসায়েসে কুবরা, মাওয়াহিবেলাদুন্নিয়া , সীরাতের মোগলতাঈ, সীরাতে ইবনে হিশাম, ইত্যাদি।
নিচে সীরাতে খাতামুল আম্বিয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ নাদিয়াতুল কুরআন প্রকাশনী বইয়ের ধরণঃ শেষ নবীর জীবন চরিত বইয়ের সাইজঃ 4.59 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুফতী মোহাম্মদ শফী (রাহ.) অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ