সীরাহ মুহাম্মাদ সাঃ ১ম খন্ড pdf বই ডাউনলোড। সীরাহ শব্দের আক্ষরিক অর্থ পথ বা রাস্তা। আরবিতে সাইর মানে হাটাঁ, কেউ যখন এক জায়গা থেকৈ অন্য জায়গা হেটেঁ যায় তখন আরবিতে বলা হয় সাইরতু ফুলান, অর্থাৎ অমুক হাটঁছে। সীরাহ বলেতে এমন একটি পথ বুঝায় যার উপর দিয়ে একজন ব্যক্তি তার জীবনভর হেটেঁ চলে। হান্স ডিকশরারিতে (Dictionary of Moderen Written Arabic by Hans Wehr) সীরাহর যে সব অর্থ দেওয়া হয়েছে তা হলো:।
আচার-ব্যবহার ,চালচলন,মনোভাব, জীবনযাত্রার ধরণ, সামাজিক অবস্থা, প্রতিক্রিয়া, কাজকর্মের ধরণ ও জীবনী-এই সবগুলোই সীরাহ এর অন্তর্ভুক্ত। সীরাহ বলতে শুধুমাত্র মুহাম্মাদ সাঃ এর জীবনী বোঝায় না বরং তা দ্বারা যে কোনো ব্যক্তির জীবনকেই বোঝানো হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল কুরআন এক মহাবিস্ময় pdf বই ডাউনলোড
- কুরআন হাদীসের আলোকে আখিরাতের চিত্র pdf বই
- কেয়ামতের আলামত pdf বই ডাউনলোড
- কোরআন দিয়ে নিজের চিকিৎসা pdf বই ডাউনলোড
- আল কুরআন ও আধুনিক বিজ্ঞান pdf বই ডাউনলোড
কিন্তু মুহাম্মদ সাঃ-এর জীবনীর সাথে সীরাহ শব্দটি এত বেশি ব্যবহার করা হয়েছে যে,সীরাহ বলতে অধিকাংশ সময় নবীজি মুহাম্মদ সাঃ-এর জীবনীকেই বোঝানো হয়। সীরাহ বলতে যেহেতু যেকোনো ব্যক্তির জীবনচরিতকে বোঝায় তাই আবু বকরের সীরাহ, উমারের সীরাহ-এভাবে বললেও ভূল হবে না।
রাসুলুল্লাহর সাঃ -এর জীবনকে ঘিরেই ইসলামের ইতিহাস। তারঁ জীবন অধ্যয়নের মাধ্যমেই ইসলামের আসল ইতিহাস জানা যাবে, অর্থাৎ তারঁ পুরো জীবনকাল হলো ইসলামের ইতিহাস জানার একটি উপযুক্ত মাধ্যম। তারঁ জীবনের বিভিন্ন ঘটনা ও পরিস্থিতিগুলো জানা বর্তমান সময়ের দাওয়াতি কাজের জন্য খুবই জরুরি।
রাসুলুল্লাহর সাঃ-এর সীরাহ অধ্যয়ন তাই নিছক একজন ব্যক্তির জীবন নিয়ে আলোচনা নয় বরং রাসুলুল্লাহর সাঃ-এর সীরাহ হলো মুসলিম জাতির ইতিহাস, দ্বীন ইসলামের ইতিহাস।আলী ইবন আবি তালিবের নাতি আলী ইবন হুসাইন ইবন আলী ইবন আবি তালিব বলেছেন, আমাদেরকে যেভাবে কুরআন শেখানো হয়েছিলো ঠিক সেভাবেই রাসুলূল্লাহর সাঃ-এর জীবনীও পড়ানো হয়েছিল।
অর্থাৎ সীরাহ তাদেরঁ কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে কুরআন অধ্যয়ন করার পেছনে তারাঁ যেভাবে সময় দিতেন সীরাহর পেছনের ও ঠিক একই ভাবে সময় দিতেন। সীরাহ অধ্যয়ন করা কেন এটতা গুরুত্বপূর্ণ, তা একটু চিন্তা করলেই বোঝা যায়।
নিচে সীরাহ মুহাম্মাদ সাঃ ১ম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ রেইনড্রপস প্রকাশিত বইয়ের ধরণঃ সীরাহ সম্পর্কিত কথা বইয়ের সাইজঃ 9.34 MB প্রকাশ সালঃ ২০১৬ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ