সুগন্ধির মতই তুমি pdf বই ডাউনলোড। সুগন্ধির মতই তুমি!!–
অনেক কাটাঁ বিদ্ধ হয়ে কষ্ট সয়ে পূর্ব পুরুষের অর্জন ছিল;
কিংবা তুমিও শ্রম কম দাওনি দুনিয়ার কিছু সম্পদ হাতে নিতে।
এত বোঝা, দায়ভার কাধেঁ নিয়ে কি করছ হে প্রিয় নতুন !!
কথা আছে; যদি অর্থ, দামী বিষয়গুলো অকাজের পড়ে রইল,
কিংবা মানবের অকল্যাণে সব ছাই-ভস্ম করে কাজ চলল।
তুমি অনুগ্বিগ্ন কঠিন জীবন-সায়াহেৃর কথা ভেবেও?
তুমি চির উদাসীন শত বছরও এমনি থাকতে চাও?
তোমাকে নিস্তব্দ করবেন যিনি-ভাবছো না তাকেও?
সম্পদের মূল মালিক প্রভূ -ভাবছো কি একটিবারও?
আরও দেখুনঃ অগ্নিবীণা ইসলামিক ভার্সন pdf বই ডাউনলোড
সৃষ্টির সেরা মানব আমরা-নিমজ্জিত চরম ক্ষতির মধ্যে;
তুমি থাকতে পারনা সেথায় প্রভুর নির্দেশিত পথে উঠে না এসে!!
খসে পড়ার সত্য দেখেও আমরা অসীমের পানে ছুটতে চাই,
চাই চিরজীবী হতে, চাই শত বছরে পরও বছর বছর;
কিন্তু একদা নিষ্ফল হয় আবেদন-জীর্ণ-শীর্ণ হয় প্রত্যাখ্যাত।
হে প্রিয়, তুমি অমর হয়েই থেকে যাওনা!-
সুগন্ধি বাতাসে ভেসে বেড়ালে ঘ্রাণেন্দ্রিয় তা লুফে নেয়,
তোমনি অসংখ্য চোখ-মুখ-কান তোমাকে ধরে রাখবে,কারণ’
যদি হয় তোমার শুদ্ধ জীবন আর
বুদ্ধির অভীক্ষায় উত্তীর্ণ হয়ে
প্রভুর পথে তারঁই সম্পদ ব্যয়।
আরও দেখুনঃ অনুস্বার pdf বই ডাউনলোড
কাশ্মীর!!–
কাশ্মীর, তুমি আমাদের প্রিয় কাশ্মীর।
তোমার দিকে তাকালে আলোকিত দিনটি
মেঘলা হয়ে যায় থেকে যায় আনন্দ গীতি,
ভুলে যাই সুখের কবিতা, জীবন-প্রীতি;
হৃদয় সংকুচিত হয়ে ধমনী শিরার
প্রবাহ হয় শিথিল!
তুমি স্রষ্টার,স্রষ্টার সুনিয়ম তোমার দেহে চলবে,
সেই তীব্র আকাঙ্ক্ষায় প্রচন্ড খুশিতে
তোমার বুকে তোমার ছেলেরা লড়ছে নৈপুণ্যে !
ভাইগুলো ভুলে গেছে পৃথিবীর লাভালাভ
ভুলে গেছে আকর্ষন আর ইন্দ্রিয় বিলাস,
তোমাকে সাজাতে ভুলে গেছে জীবনের সুখ।
প্রাণের ভাইগুলোর সম্মুখে যদি কাও মৃত্যু
সে তো জয়োল্লাস, অসীম জীবনের জয়।
থাকে যদিও হিমবাহ কি শিশির-সিক্ত হয়ে,
ওরা অমর,প্রভুর ঘোষিত পুরস্কার পেয়ে যায়।
সুশোভিত বাগিচার চোখ জুড়ানো গালিচার
ওদের মিলন মেলায় সুখের সাথী হতে
আরও কতজন উন্মুখ!
আরও দেখুনঃ সাহসী মানুষের গল্প pdf বই ডাউনলোড
নিচে সুগন্ধির মতই তুমি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হাসনা প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.81 MB প্রকাশ সালঃ ২০০৩ ইং বইয়ের লেখকঃ মোহাম্মাদ মোয়াজ্জেম হোসেন খান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ